পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিমাসের পয়লা তারিখেই বেশ কিছু নিয়ম পরিবর্তন হয়ে যায়। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রান্নার এলপিজি (Liquefied petroleum gas) সিলিন্ডারের দাম। মাসের শুরুতেই সেই মাসের গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো বা কমানোর ঘোষণা করে জ্বালানি উৎপাদনকারী সংস্থাগুলি। নতুন বছরেও তার ব্যতিক্রম হবে না। আর কয়েক ঘন্টা পর শুরু হবে নতুন বছর ২০২৫। তবে এর আগেই জানুয়ারি মাসের LPG সিলিন্ডারের দাম প্রকাশ্যে এল।
জানুয়ারি মাসেও বাড়ছে LPG সিলিন্ডারের দাম?
বিগত কয়েক মাস ধরে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এক থাকলেও বাণিজ্যিক বা কমার্শিয়াল সিলিন্ডারের দাম বেড়েছে। তবে লাগাতার ৫ বার দাম বৃদ্ধির পর এবার কিছুটা স্বস্তি মিলতে চলেছে ব্যবসায়ীদের। কারণ ১ লা জানুয়ারি ২০২৫ থেকে ১৯ কেজি কমার্শিয়াল সিলিন্ডারের দাম কমানো হতে চলেছে। ডিসেম্বর মাসে যেখানে ১৯২৭ টাকা দরে কিনতে হয়েছিলে একটি সিলিন্ডার সেখানে ১৬ টাকা কমে নতুন দাম হচ্ছে ১৯১১ টাকা।
এর আগে পূর্ণাঙ্গ বাজেট প্রকাশের সময় অর্থাৎ জুলাই ২০২৪ এ ব্যবসায়িক সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। তবে এবার দাম কিছুটা কমায় হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে। আর ব্যবসায়িক ক্ষেত্রে দাম কমার প্রভাব বাজারেও। কারণ হোটেল থেকে শুরু করে বিভিন্ন শিল্পে গ্যাসের ব্যবহার হয়। সিলিন্ডারের দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ কমলে ফাইনাল প্রোডাক্টের দামও কমবে বলেই আশা করা হচ্ছে।
একই থাকছে ঘরোয়া সিলিন্ডারের দাম
ব্যবসায়িক সিলিন্ডারের দাম কমানো হলেও ঘরোয়া সিলিন্ডারের দামে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি। বিগত কয়েক মাসের মত এমাসেও ঘরে রান্নার জন্য ব্যবহার হওয়া ১৪.২ কেজির সিলিন্ডারের দাম একই রয়ে গেছে। শেষবার লোকসভা ভোটের আগে এই সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানো হয়েছিল। সেই থেকেই গৃহস্থের গ্যাসের দাম ৮২৯ টাকা রয়ে গিয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |