জানুয়ারিতে ১৩ দিন বন্ধ ব্যাঙ্ক! তালিকা প্রকাশ করল RBI, দেখে নিন সমস্যার পড়ার আগেই

Published on:

bank sbi

পার্থ সারথি মান্না, কলকাতাঃ  নতুন বছর শুরু হতে আর মাত্র ৩ দিন বাকি। তারপরেই শুরু হচ্ছে নতুন মাস ও বছর। তবে বছর বদলে গেলেও ব্যাঙ্কের প্রয়োজন সকলেরই বজায় থাকবে। তাই ব্যাঙ্ক সংক্রান্ত কাজ থাকলে মাসের কোন কোন দিনগুলো ছুটি সেটা জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। ইতিমধ্যেই জানুয়ারি মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ্যে এসেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জানুয়ারি মাসে ১৩ দিন বন্ধ ব্যাঙ্ক

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রতিমাসের শুরুর দিকেই সে মাসের সমস্ত ছুটির তালিকা প্রকাশ করা হয়। যেখানে গোটা দেশের সমস্ত রাজ্যের ব্যাঙ্কের ছুটি উল্লেখ থাকে। তবে সমস্ত রাজ্যের ক্ষেত্রে সব ছুটি কার্যকর হয় না। যেমন জানুয়ারি মাসে মোট ১৩ দিন ছুটি রয়েছে তবে সমস্ত ছুটি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে কোন কোন দিনে বাংলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক? চলুন দেখে নেওয়া যাক লিস্ট।

জানুয়ারি মাসের ব্যাঙ্ক ছুটির তালিকাঃ

১ জানুয়ারি ২০২৫ – বছরের প্রথম দিন
৫ ই জানুয়ারি ২০২৫ – রবিবার
৬ ই জানুয়ারি ২০২৫ – গুরু গোবিন্দ সিং জয়ন্তী
১১ ই জানুয়ারি ২০২৫ – মিশনারি ডে / দ্বিতীয় শনিবার
১২ ই জানুয়ারি ২০২৫ – স্বামী বিবেকানন্দ জয়ন্তী
১৩ ই জানুয়ারি ২০২৫ – লোহরি উৎসব
১৪ ই জানুয়ারি ২০২৫ – মকর সংক্রান্তি
১৫ ই জানুয়ারি ২০২৫ – থিরুভাল্লার ডে ও টুসু উৎসব
১৯ শে জানুয়ারি ২০২৫ – রবিবার
২৩ শে জানুয়ারি ২০২৫ – নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন
২৫ শে জানুয়ারি ২০২৫ – চতুর্থ শনিবার
২৬ শে জানুয়ারি ২০২৫ – সাধারণতন্ত্র দিবস
৩০ শে জানুয়ারি ২০২৫ – সোনাম লসার

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এই ছিল জানুয়ারি মাসের ব্যাঙ্ক বন্ধ থাকার তালিকা। তাই যদি ব্রাঞ্চে গিয়ে কোনো কাজ করার থাকে তাহলে এই দিনগুলি বাদে করতে হবে। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম, ইউপিআই থেকে শুরু করে অনলাইনের সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group