DA বৃদ্ধির আশায় জল! বছর শেষের আগে বড় ধাক্কা খেলেন সরকারি কর্মীরা, ভেস্তে গেল বৈঠক

Published on:

dearness allowance government employee

শ্বেতা মিত্র, কলকাতাঃ বছর শেষ হওয়ার আগেই জোরদার ধাক্কা খেলেন সরকারি কর্মীরা (Government Employee)। কেউ হয়তো ভাবতেও পারেননি যে এমনটা হতে পারে। এমনিতে বর্তমানে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা সপ্তম বেতন পে কমিশনের আওতায় ৫৩ শতাংশ হারে DA সহ বিভিন্ন রকমের ভাতা পাচ্ছেন। তবে এখন সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন অষ্টম বেতন পে কমিশনের গঠন হওয়ার জন্য। এই নতুন পে কমিশন গঠন হয়ে গেলে সকলেরই বেতন থেকে শুরু করে বিভিন্ন রকম ভাতার পরিমাণ বেড়ে যাবে। যদিও এই নতুন বেতন পে কমিশন কবে তৈরি হবে তা নিয়ে সকলের মধ্যেই প্রশ্নের শেষ নেই। এদিকে মনে করা হচ্ছে ২০২৫ সালের বাজেট অধিবেশন চলাকালীন নতুন পে কমিশনের গঠন করতে পারে কেন্দ্রীয় সরকার। কিন্তু তার আগেই লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী জোরদার ধাক্কা খেলেন। আপনিও জানতে ইচ্ছুক যে কী হয়েছে? তাহলে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির উপর

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ধাক্কা খেলেন সরকারি কর্মীরা

অষ্টম বেতন কমিশনের স্বচ্ছতার জন্য অপেক্ষা আরও দীর্ঘ হয়ে গেল। কারণ কেন্দ্রীয় সরকার এবং তার কর্মীদের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি-র বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। এই নভেম্বর মাসেই সেই বৈঠক হওয়ার কথা ছিল। যদিও এবার তা আচমকাই পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এহেন ঘটনায় মুষড়ে পড়েছেন সকলে।

কবে হবে পরবর্তী বৈঠক?

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে পরবর্তী বৈঠক কবে হবে? সূত্রের খবর, বেতন কমিশন গঠন নিয়ে স্পষ্ট ধারণা দেওয়া এই বৈঠক এখন ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের নেতৃত্বে গঠিত জেসিএম-এর জাতীয় কাউন্সিলের সদস্য হিসাবে বেশ কয়েকজন আমলা ও কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি রয়েছেন, এর আগে নভেম্বরে বৈঠক হওয়ার কথা ছিল। তবে কর্মী ও প্রশিক্ষণ বিভাগের সচিব পরিবর্তনের কারণে সভা স্থগিত করা হয়েছে বলে দুই কর্মচারী ইউনিয়নের নেতা নিশ্চিত করেছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স এর এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘ডিওপিটি সচিব বিবেক জোশীকে ২৬ অক্টোবর জারি করা এক আদেশের মাধ্যমে তার ক্যাডার রাজ্য হরিয়ানায় ফিরিয়ে দেওয়া হয়েছিল। নভেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নেন তিনি। চলতি মাসেই জেসিএমের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ডিওপিটি সচিবের বদলির ফলে দেরি হয়েছে। আমরা আশা করছি ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বৈঠক হবে।”

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group