থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাচ্চাদের এইচআইভি পজিটিভ রক্ত! ঝাড়খণ্ডে HIV+ ৫ শিশু

Published:

Jharkhand HIV Positive Case 5 children affected after blood transfusion
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের শিরোনামে ঝাড়খণ্ড। এবার রাজ্যটির সিংভূম জেলার চাইবাসার সরকারি হাসপাতালে চূড়ান্ত চিকিৎসা অবহেলার শিকার হল 5 শিশু। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, তাঁদের ব্লাড ট্রান্সফিউশন করার সময় দেখা যায় তাঁরা প্রত্যেকেই HIV তে আক্রান্ত (Jharkhand HIV Positive Case)। বলেই রাখি, এই 5 শিশুর প্রত্যেকেই থ্যালাসেমিয়া রোগের শিকার। সবমিলিয়ে, শিশুদের বেহাল অবস্থায় ঝাড়খণ্ডের সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।

ব্লাড ব্যাঙ্কের রক্ত থেকেই HIV

রিপোর্ট অনুযায়ী, শিশুদের HIV তে আক্রান্ত হওয়ার বিষয়টি সর্বপ্রথম নজরে আসে গত শুক্রবার। এদিন, থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক সাত বছরের শিশুর শরীরে HIV ধরা পড়ে। ওই শিশুর পরিবার জানিয়েছে, ‘ব্লাড ব্যাঙ্ক থেকে আসা রক্ত ট্রান্সফিউশন করতে গিয়েই এই সংক্রমণ ছড়িয়েছে।’ যেই ঘটনা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি পদক্ষেপ নেয় প্রশাসন। গঠন করা হয় 5 সদস্যের একটি মেডিকেল টিমও। কিন্তু তাতেও সংক্রমণ ঠিকই রাখা যায়নি।

জানা গিয়েছে, প্রথম শিশুর শরীরে HIV দেখা দেওয়ার 24 ঘণ্টার মধ্যেই শনিবার ওই হাসপাতালের থ্যালাসেমিয়া রোগী আরও 4 শিশুর শরীরে HIV পজিটিভ মেলে। সূত্রের খবর, হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে নিয়মিত তাদেরও ব্লাড ট্রান্সফিউশন করানো হতো। তদন্তকারীদের অনুমান, ওই ব্লাড ব্যাঙ্কের রক্ত থেকেই HIV-র সংক্রমণ ছড়িয়েছে।

এদিকে প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, থ্যালাসেমিয়ায় আক্রান্ত ওই 5 শিশুর শরীরে দূষিত রক্ত প্রবেশ করানো হয়েছিল। ওই ব্লাড ব্যাঙ্কেও বেশ কিছু অসঙ্গতি মিলেছে। যার জেরে এই মুহূর্তে হাসপাতালের ওই ব্লাড ব্যাঙ্কটিকে ইমারজেন্সি অপারেশন মোডে রাখা হয়েছে। আর এসব কিছুর মাঝেই ভুক্তভোগী শিশুদের পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের দিকে আঙুল তুলেছে। প্রশ্ন উঠছে, তাঁদের পরিষেবা এবং অবহেলা নিয়েও।

অবশ্যই পড়ুন: ত্রিশূল আতঙ্কে কাঁটা! ভারতের যুদ্ধমহড়ার আগেই একাধিক বিমান রুট বন্ধ করল পাকিস্তান

প্রসঙ্গত, কেন শিশুদের ক্ষেত্রে এমন চূড়ান্ত অবহেলা করা হল? হাসপাতাল কর্তৃপক্ষের কর্মকাণ্ডের জবাব চেয়ে ইতিমধ্যেই জেলা ও স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছে আক্রান্ত 5 শিশুর পরিবার। এদিকে, উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় নেতৃত্ব। তবে 5 থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর শরীরে HIV ছড়ানো নিয়ে ব্যক্তিগত প্রতিহিংসার তত্ত্ব খাড়া করছেন অনেকেই। একটা বড় অংশের দাবি, ‘একেবারে ইচ্ছে করেই ব্যক্তিগত প্রতিহিংসা থেকে এই কাজ করেছে হাসপাতালে কিছু অসাধু।’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join