মাথার দাম ছিল ১ কোটি টাকা! ঝাড়খণ্ডে খতম কুখ্যাত মাওবাদী নেতা সহদেব সোরেন সহ ৩

Published on:

Jharkhand Maoist Encounter

সৌভিক মুখার্জী, কলকাতা: ঝাড়খণ্ডে আবারও বিরাট সাফল্য ভারতীয় নিরাপত্তা বাহিনীর! বহুদিন ধরেই চলছিল জঙ্গি দমন অভিযান। আর এবার সেই অভিযানেই খতম হয়েছে এক কুখ্যাত নকশাল নেতা সহ আরও 2 (Jharkhand Maoist Encounter)। জানা যাচ্ছে, নিহতদের মধ্যে রয়েছে মাওবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য সহদেব সোরেন, যার মাথার দাম ছিল 1 কোটি টাকা। এর পাশাপাশি খতম হয়েছে নকশাল কমান্ডার রঘুনাথ হেমব্রাম ও বিরসেন গঞ্জু।

ভোরবেলায় বিরাট সাফল্য নিরাপত্তা বাহিনীর

পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, সোমবার সকালে হজরিবাগ জেলার তাতিজরিয়া থানার অন্তর্গত করান্ডি গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছিল নিরাপত্তা রক্ষা বাহিনী। এর মধ্যে ছিল কোবরা ব্যাটালিয়ন, গিরিডি এবং হজরিবাগ পুলিশের যৌথ দল। এরপর দীর্ঘক্ষণ ধরে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই চলতে থাকে। আর তাতেই এনকাউন্টার হয় মাওবাদীর শীর্ষ নেতা এবং দুই কুখ্যাত নকশাল কমান্ডার।

মৃত জঙ্গিদের পরিচয়

জানা যাচ্ছে, সহদেব সোরেন, যে মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, তাঁর মাথার দাম ছিল 1 কোটি টাকা। পাশাপাশি রঘুনাথ হেমব্রাম ওরফে চঞ্চল, যিনি বিহার-ঝাড়খণ্ড স্পেশাল এরিয়া কমিটির সদস্য, তাঁর মাথার দাম ছিল 25 লক্ষ টাকা। আর বিরসেন গঞ্জু ওরফে রামখেলাওন, যিনি জোনাল কমিটির সদস্য ছিলেন। পুলিশের তরফ থেকে তাঁর মাথার দাম ঘোষণা করা হয়েছিল 10 লক্ষ টাকা।

এই সাফল্যের পর ঝাড়খণ্ড পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বিশেষ তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছিল। এতে আমাদের যৌথ বাহিনী বিরাট সাফল্য পেয়েছে। এই অভিযানে নিহত তিনজন জঙ্গি বহুদিন ধরেই নিরাপত্তা রক্ষা বাহিনীর তালিকাভুক্ত ছিল।

আরও পড়ুনঃ পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রামে বাস-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ! গুরুতর আহত ২০

প্রসঙ্গত, এই সংঘর্ষের পর নিরাপত্তা রক্ষা বাহিনী তিন নিহত মাওবাদীর মৃতদেহ উদ্ধার করেছে। এমনকি সেখানে আরও কেউ লুকিয়ে রয়েছে কিনা সে বিষয়ে তল্লাশি চালাচ্ছে তাঁরা। তাঁদের মতে, এই অভিযান নকশাল সংগঠনের কাছে বিরাট ধাক্কা। নেতার মৃত্যুতে নকশাল কার্যকলাপেও বড়সড় ফাটল ধরতে পারে বলে অনুমান করা হচ্ছে।

সঙ্গে থাকুন ➥