মোটা টাকার বেতন! IB-র ৬৬০টি শূন্যপদে শুরু হল নিয়োগ, এভাবে করুন আবেদন

Published on:

IB Recruitment 2024

আপনিও কি একটা ভালো চাকরির সন্ধানে রাস্তায় রাস্তায় হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন? তাহলে আপনার জন্য রইল এক বাম্পার সুখবর। এবার বাম্পার চাকরির বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকারের আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরো। আপনিও যদি চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইট mha.gov.in ভিজিট করতে পারেন। আবেদন করার শেষ তারিখ ২৯মে, অর্থাৎ আপনার হাতে কিন্তু খুবই কম সময় রয়েছে।

IB Recruitment 2024 পদের নাম ও সংখ্যা

জানা গিয়েছে, ইন্টেলিজেন্স ব্যুরো/বর্ডার অপারেশন ইনস্টিটিউটের অধীনে গ্রুপ বি এবং গ্রুপ সি পদ ব্যাপক কর্মী নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৬৬০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

ACIO-I/Exe- ৮০টি পদ।
ACIO-II/Exe- ১৩৬টি পদ।
JIO-I/Exe- ১২০টি পদ।
JIO-II/Exe- ১৭০টি পদ।
ASA/AXE- ১০০টি পদ।
JIO-II/টেক- ৮টি পদ।
ACIO 2/ সিভিল ওয়ার্কস- ৩টি পদ।
JIO-I/MT- ২২টি পদ।
মিষ্টি প্রস্তুতকারী কারিগর/রাঁধুনি- ১০টি পদ।
কেয়ারটেকার- ৫টি পদ।
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট- ৫টি পদ।
প্রিন্টিং প্রেস অপারেটর- ১টি পদ।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএ , এমএ পাশ করা থাকতে হবে। এছাড়া কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

WhatsApp Community Join Now

বেতন

ACIO-I/Exe- ৪৭,৬০০ টাকা-১,৫১,১০০ টাকা।
ACIO-II/Exe- ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা।
JIO-I/Exe- ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা।
JIO-II/Exe- ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা।
ASA/AXE- ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।
JIO-II/টেক- ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা।
ACIO 2/ সিভিল ওয়ার্কস- ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা।

JIO-I/MT- ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা।
মিষ্টি প্রস্তুতকারী কারিগর/রাঁধুনি- ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।
কেয়ারটেকার- ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা।
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট- ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা।
প্রিন্টিং প্রেস অপারেটর- ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।

সঙ্গে থাকুন ➥
X