স্বাধীনতার পর প্রথম মহিলা বিচারপতি সুপ্রিম কোর্টে, তবে মেয়াদ হবে একদম কম

Published on:

Supreme Court

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: সুপ্রিম কোর্ট (Supreme Court) ও হাই কোর্টের প্রধান বিচারপতির মেয়াদ নিয়ে বহুদিন ধরেই নানা বিতর্ক লেগেই থাকে। আসলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের ক্ষেত্রের প্রধান বিচারপতি নিয়োগ করা হয় ‘সিনিয়রিটি’র বিচারে। এমনকী হাই কোর্টের বিচারপতিদের সুপ্রিম কোর্টে উন্নীত করা হয় সেই নিরিখেই। সেই কারণেই বেশির ভাগ তাঁরা দায়িত্ব পাওয়ার কাছাকাছি সময়ই অবসর নিতে হয় তাঁদের। আর এই আবহে এবার এক অনন্য নজর গড়তে চলেছে সুপ্রিম কোর্ট। ২০২৭ সালেই এবার প্রথম মহিলা বিচারপতি পেতে চলেছে দেশ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি

দেশ স্বাধীনের প্রায় ৭৫ বছর হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কেউই দেশের শীর্ষ আদালতের প্রধান মহিলা বিচারপতি হয়ে উঠতে পারেনি। যা নিয়ে বেশ আক্ষেপ ছিল দেশবাসীর। কারণ বর্তমান যুগে দাঁড়িয়ে কোনো মহিলাই এখন পিছিয়ে নেই। খেলা থেকে শুরু করে রাজনীতি, বিনোদন এবং শিক্ষায় অনেক দূর এগিয়ে গিয়েছে মহিলারা। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে মহিলা প্রধান বিচারপতি না হওয়ার আক্ষেপ থেকে গিয়েছিল। তবে এবার শত বর্ষের খরা কাটতে চলেছে। জানা যাচ্ছে ২০২৭ সালে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি বি ভি নাগরত্ন।

মেয়াদ হবে মাত্র ৩৬ দিন

সূত্রের খবর, গত বুধবার, ভারতের প্রধান বিচারপতি পদে শপথ নিয়েছিলেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ। সেই পদে তাঁর মেয়াদ রয়েছে মাত্র ছয় মাস। আর এই স্বল্প মেয়াদ নিয়ে অনেকের মনেই একাধিক প্রশ্ন উঠে এসেছিল। তবে তাজ্জব বিষয় হল এর থেকেই এবার আরও কম সময়ের জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে দিতে চলেছে দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি বিভি নাগরত্নকে। যাঁর মেয়াদ মাত্র ৩৬ দিন। জানা গিয়েছে ২০২৭ সালে সেপ্টেম্বর মাসে তিনি শপথ নিতে চলেছেন। হিসাব মতো তিনিও বিচারব্যবস্থার শীর্ষপদে থাকবেন দেড় মাসেরও কম সময়ের জন্য।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: ১৬ মাসে ৫৪০২ ভিখারিকে তাড়িয়েছে ৬ দেশ! রিপোর্টে নাক কাটল কাঙাল পাকিস্তানের

বিচারপতি পরিসংখ্যানের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে এখনও পর্যন্ত ৫১ জন দেশের প্রধান বিচারপতি হয়েছে। আর ৫১ জনই হলেন পুরুষ বিচারপতি। এবং এযাবৎ সুপ্রিম কোর্টে মাত্র ১১ জন মহিলা বিচারপতি পেয়েছে দেশ। অন্যদিকে এখনও পর্যন্ত সবচেয়ে কম সময়ের জন্য প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি কমল নারায়ণ সিং- মাত্র ১৭ দিন। বিচারপতি এস রাজেন্দ্রবাবু ছিলেন ২৯ দিন। বিচারপতি নাগরত্ন যদি প্রধান বিচারপতি হন, তবে তিনি হবেন তৃতীয় সর্বনিম্ন মেয়াদে থাকা সিজেআই বা প্রধান বিচারপতি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group