সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেনে নিয়োগ সঞ্জীব খান্নার, শপথ নিচ্ছেন কবে?

Published on:

sanjiv khanna chief justice of india

শ্বেতা মিত্র, নয়া দিল্লিঃ সকল অপেক্ষার অবসান ঘটিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে নিয়োগ পেলেন সঞ্জীব খান্না (Sanjiv Khanna)। জানা গিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ ২৪ অক্টোবর বিচারপতি সঞ্জীব খান্নাকে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এতদিন এই পদে ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়। তবে নভেম্বর মাসেই তিনি অবসর নেবেন। আর নিয়মমাফিক অবসর গ্রহণের আগে তিনি বিচারপতি সঞ্জীব খান্নার নাম দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করেছিলেন। যদিও এখনই সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে শপথ কিন্তু নেননি। কয়েকদিন পরেই তিনি শপথ নেবেন। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে সঞ্জীব খান্না কবে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কবে শপথ নেবেন সঞ্জীব খান্না?

জানা গিয়েছে, বরিষ্ঠ বিচারপতি সঞ্জীব খান্না হবেন দেশের ৫১তম প্রধান বিচারপতি। আগামী ১১ নভেম্বর তিনি শপথ নেবেন। তার একদিন আগে অব্যাহতি পাবেন বর্তমান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ২০২২ সালের ৮ নভেম্বর প্রধান বিচারপতির দায়িত্ব নেন বিচারপতি চন্দ্রচূড়। এদিকে বিচারপতি সঞ্জীব খান্নারও মেয়াদ হবে ছয় মাসের কিছু বেশি এবং ২০২৫ সালের ১৩ মে অবধি তিনি দায়িত্ব পালন করবেন।

এদিকে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী, অর্জুন রাম মেঘওয়াল জানিয়েছেন, ‘ভারতের মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শের পর, ভারতের সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, মাননীয় রাষ্ট্রপতি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি, শ্রী সঞ্জীব খান্নাকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন। ২০২৪ সালের ১১ নভেম্বর থেকে এই নিয়োগ কার্যকর হবে।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কে এই সঞ্জীব খান্না? | Who Is Sanjiv Khanna |

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কে এই সঞ্জীব খান্না? তাহলে জানিয়ে রাখি, সঞ্জীব খান্না একজন আইনজীবী হিসাবে তাঁর আইনি জীবন শুরু করেছিলেন। ১৯৮৩ সালে তিনি দিল্লি বার কাউন্সিলের সদস্য হন। তিনি তিস হাজারি কমপ্লেক্সের জেলা আদালতে প্র্যাক্টিস  শুরু করেন। তারপরে দিল্লি হাইকোর্ট এবং ট্রাইব্যুনালে প্র্যাক্টিস শুরু করেন। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে বিচারপতি সঞ্জীব খান্নার প্রোফাইল অনুসারে, তিনি সাংবিধানিক আইন, প্রত্যক্ষ কর, সালিশি, বাণিজ্যিক আইন, কোম্পানি আইন, ভূমি আইন, পরিবেশ আইন এবং চিকিৎসা অবহেলার মতো বেশ কয়েকটি ক্ষেত্রে মামলা লড়েছেন।

এরপর অনেক কাঠখড় পুড়িয়ে ২০১৯ সালের ১৮ জানুয়ারি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত সঞ্জীব খান্না। তিনি ১৭ জুন ২০২৩ থেকে ২৫ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান এবং ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির গভর্নিং কাউন্সেলরের সদস্য।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group