ফের সেই অভিশপ্ত ওড়িশা! এবার লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেসের ১১টি কামরা

Published:

Updated:

Follow

শ্বেতা মিত্র, কলকাতা: মার্চ মাসের শেষে ফের দেশে বড় রেল দুর্ঘটনা ঘটে গেল। লাইনচ্যুত হল জনপ্রিয় কামাখ্যা এক্সপ্রেস। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্র শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। রবিবার সকালে কটকের চৌদ্বারে নির্গুন্ডি স্টেশনের কাছে কামাখ্যা এক্সপ্রেসের কমপক্ষে ১১টি বগি লাইনচ্যুত হয়েছে।

লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেস

প্রাথমিক রিপোর্ট অনুসারে, সমস্ত যাত্রীকে উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে এখনো অবধি কোনো হতাহতের খবর মেলেনি। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকরা। বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি ওড়িশার চৌদ্বারের কাছে লাইনচ্যুত হয়েছে।

১২৫৫১ কামাখ্যা এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়েছে। কটক স্টেশন ছাড়ার পর, কামাখ্যা এক্সপ্রেস মঙ্গোলি স্টেশনের কাছে লাইনচ্যুত হয় এবং এর বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। তথ্য অনুযায়ী, ট্রেনের B9 থেকে B14 পর্যন্ত বগিগুলি লাইনচ্যুত হয়েছে।

হেল্পলাইন নম্বর জারি করল রেল

তথ্য অনুযায়ী, ৮৪৫৫৮৮৫৯৯৯ এবং ৮৯৯১১২৪২৩৮ হেল্পলাইন চালু করা হয়েছে। আটকে পড়া যাত্রীদের তাদের গন্তব্যে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। লাইনচ্যুত-র বিষয়ে পূর্ব উপকূল রেলওয়ের সিপিআরও অশোক কুমার মিশ্র বলেন, ‘১২৫৫১ কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার খবর আমরা পেয়েছি। এখন পর্যন্ত আমরা তথ্য পেয়েছি যে ১১টি এসি কোচ লাইনচ্যুত হয়েছে। কেউ আহত হয়নি। সকল যাত্রী নিরাপদে আছেন।’

তদন্ত শুরু রেলের

অশোক কুমার মিশ্র আরও বলেন, ‘আমরা যতদূর তথ্য পেয়েছি, দুর্ঘটনা ত্রাণ ট্রেন, জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। ডিআরএম খুরদা রোড, জিএম, ইসিওআর এবং অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। তদন্তের পর আমরা লাইনচ্যুতির কারণ জানতে পারব। আমাদের প্রথম অগ্রাধিকার হলো রুটে অপেক্ষমাণ ট্রেনগুলিকে অন্যত্র সরিয়ে নেওয়া এবং মেরামতের কাজ শুরু করা।’

আরওOdisha
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join