বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিজের প্রেমিককে দিয়ে মেয়েকে ধর্ষণ, ভয়ঙ্কর অভিযোগ উঠল কেরালার এক গর্ভধারিণী মায়ের বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই মহিলা তাঁর 12 বছর বয়সী মেয়ে এবং প্রেমিককে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। সেখানেই দীর্ঘদিন ওই শিশু কন্যাটিকে ধর্ষণ এবং যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে মায়ের প্রেমিকের বিরুদ্ধে। সবচেয়ে অবাক করা বিষয়, সেই ঘটনায় প্রেমিককে সমর্থন করেছিলেন ওই মহিলা। আর তাতেই এবার অভিযুক্ত মহিলা এবং তাঁর প্রেমিককে 180 বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে কেরালার এক বিশেষ পকসো আদালত (Kerala Pocso Court)। সেই সাথেই করা হয়েছে মোটা অঙ্কের জরিমানা।
টানা দু’বছর ধরে শিশু কন্যাটিকে ধর্ষণ করছিলেন মায়ের প্রেমিক!
News 24 এর এক প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত মহিলা তিরুবন্তপুরমে তাঁর স্বামী এবং কন্যাকে নিয়ে থাকতেন। সেই সময়েই এক ব্যক্তির সাথে বন্ধুত্ব হয় তাঁর। সেখান থেকেই শুরু হয় প্রেম পর্ব। এরপরই ওই প্রেমিকের সাথে চম্পট দেন মহিলা। সূত্রের খবর, 2019 সাল থেকে 2021 এর মধ্যে পালাক্কাদ এবং মালাপ্পুরামে নিজের প্রেমিকের সাথে ভাড়া বাড়িতে ছিলেন ওই মহিলা। সেখানেই নাকি নিজের কন্যা সন্তানটিকেও নিয়ে এসেছিলেন তিনি।
অভিযোগ, ওই মহিলার উপস্থিতিতে ভাড়া বাড়িতেই 12 বছরের শিশু কন্যাটিকে ক্রমাগত ধর্ষণ করছিলেন মায়ের প্রেমিক। তাতে নাকি পুরোপুরি সমর্থন করছিলেন মেয়েটির মা। আদালতে জমা দেওয়া তথ্য অনুযায়ী, 12 বছর বয়সী ওই মেয়েটিকে কমপক্ষে 2 বছর ধরে শারীরিক নির্যাতন এবং ধর্ষণ করা হয়েছিল। যে ঘটনায় ওই কন্যা সন্তানের পক্ষে রায় দিয়েছে কেরালার এক বিশেষ পকসো আদালত।
অবশ্যই পড়ুন: ফিরলেন পন্থ, ব্রাত্য শামি! সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণা BCCI-র
রিপোর্ট অনুযায়ী, আদালত সমস্ত দিক বিচার করে শেষ পর্যন্ত অভিযুক্ত মহিলা এবং তার প্রেমিককে 180 বছরের কারাদণ্ড দিয়েছে। সেই সাথে, নিপীড়িত কন্যা সন্তানটির মা এবং তাঁর প্রেমিককে আর্থিক জরিমানা বাবদ 11.7 লক্ষ টাকা দিতে বলেছে আদালত। জানা যায়, শিশু কন্যাটিকে দীর্ঘদিন ধর্ষণ এবং যৌন নিপীড়নের মামলায় রায় দিয়েছিলেন বিশেষ আদালতের বিচারপতি এ এম আশরাফের বেঞ্চ।












