বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপারেশন সিঁদুরের সময় ভারতের সাথে চার দিনের সংঘর্ষে সাফল্য অর্জন করেছে পাকিস্তান! শুক্রবার, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এই মন্তব্যকে কাঠগড়ায় তুলে বিদ্রুপ করেন ভারতীয় কূটনীতিক পেটাল গেহলট (Petal Gahlot)। রাষ্ট্রপুঞ্জেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখের উপর জবাব দিয়েই সংবাদ শিরোনামে উঠে এসেছেন ভারতীয় মহিলা কূটনীতিক। পশ্চিমের দেশের প্রধানের মন্তব্যকে তুলোধোনা করে তাঁকে আয়না দেখিয়েছেন গেহলট।
ঠিক কী মন্তব্য করেছিলেন পাক প্রধানমন্ত্রী?
শুক্রবার, রাষ্ট্রপুঞ্জে ভাষণ দেওয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, আমি কাশ্মীরের জনগণ আশ্বস্ত করে বলছি, আমরা সব সময় তাঁদের পাশে আছি। পাকিস্তান তাঁদের পাশে চিরকাল আছে। কাশ্মীরে ভারতের যে অত্যাচার দিনের পরদিন ধরে চলছে তা বন্ধ হবেই। এদিন কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলতে বলতেই ভারতের বিরুদ্ধে তোপ দাগেন পাক প্রধান। চলে আসেন সিন্ধু জল বন্টন চুক্তি প্রসঙ্গে।
শরীফের কথায়, ওই চুক্তি স্থগিত করে দিয়ে ভারত আন্তর্জাতিক আইন ভেঙেছে। এছাড়াও একই দিনে গত মে মাসে অপারেশন সিঁদুরের সময় ভারতের সাথে চার দিনের সংঘাত চলাকালীন পাকিস্তান বিরাট সাফল্য অর্জন করেছে বলেও দাবি করেন শরীফ। শনিবার পাক প্রধানমন্ত্রী সেই সব বক্তব্যের সপাটে জবাব দিয়ে পাকিস্তানকে আয়না দেখিয়েছেন ভারতীয় কূটনীতিক গেহলট।
পাক প্রধানমন্ত্রীকে যোগ্য জবাব ভারতীয় কূটনীতিকের
রাষ্ট্রপুঞ্জেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে অধিকার প্রয়োগ করে ভারতের হয়ে পাল্টা জবাবটা দিয়েছিলেন কূটনীতিক পেটাল গেহলট। রাষ্ট্রপুঞ্জের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী সকালে এই সভায় নতুন নাটক দেখিয়েছেন। নতুন করে সন্ত্রাসবাদকে মহান করে দেখানোর চেষ্টা করেছেন তিনি। এটাই পাকিস্তানের বিদেশ নীতির অন্যতম অঙ্গ। তবে আমি বলি, কোনও নাটক করে বা মিথ্যা ভাষণ দিয়ে সত্যিটাকে আটকে রাখা যায় না।
গেহলট বলেন, এটা সেই পাকিস্তান, যারা পহেলগাঁও জঙ্গি হামলার পর গত 25 এপ্রিল রাষ্ট্রপুঞ্জে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীকে আড়াল করতে চেয়েছিল। আসলে দীর্ঘ যুগ ধরে সন্ত্রাসবাদকে মদত দিয়ে আসছে এই দেশ। এদের কোনও লজ্জা নেই। এদিন অপারেশন সিঁদুরের কথা স্মরণ করিয়ে পেটাল বলেছিলেন, ওই সময় পাকিস্তানের একাধিক বিমানঘাঁটিকে ধ্বংস করে দিয়েছিল ভারতীয় বাহিনী। সেই ক্ষয়ক্ষতির চিত্রটা সকলের সামনে। এরপরেও জিতেছি বলছেন!ভারতের সাথে সংঘর্ষে বিমানঘাঁটি, রানওয়ে ধ্বংস হয়ে যাওয়াটা যদি ওদের কাছে আনন্দের হয়, তাহলে তাই হোক। সবশেষে, পেটাল স্পষ্ট জানিয়েছিলেন, ভুললে চলবে না, এটা কিন্তু সেই পাকিস্তান যারা বছরের পর বছর ধরে ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল।
অবশ্যই পড়ুন: ‘পাকিস্তানে ফিরে যাও’, রাষ্ট্রসংঘের সদর দপ্তরের বাইরে ইউনূসের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ!
ভারতের পক্ষে দাঁড়ানো কে এই পেটাল গেহলট?
ফ্রি প্রেস জার্নালের রিপোর্ট বলছে, রাষ্ট্রপুঞ্জে ভারতের অন্যতম পরামর্শদাতা হলেন পেটাল। 2023 সালের জুলাই মাসে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি দলের ফাস্ট সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি। বলা বাহুল্য, পেটাল স্নাতক স্তরে সমাজবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান এবং ফরাসি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। জানা যায়, গেহলট দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা লেডিস শ্রীরাম কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। তাঁর মূল বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান।
স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা শেষ করে পরবর্তীতে আমেরিকার মিডলব্যরো ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজে ভাষার ব্যবহার এবং তার প্রয়োগ নিয়ে পড়াশোনা শুরু করেন পেটাল। খোঁজ নিয়ে জানা গেল, লেখাপড়ার পাশাপাশি গান-বাজনাতেও পটু ছিলেন তিনি। পারেন গিটার বাজাতেও। না বললেই নয়, রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি হিসেবে নিযুক্ত হওয়ার আগে 2020 থেকে 2023 সাল পর্যন্ত ভারতীয় বিদেশ মন্ত্রকের অন্যতম সচিব বা আন্ডার সেক্রেটারি হিসেবে কাজ করেছিলেন এই গেহলট। তিনিই আজ পাক প্রধানমন্ত্রীর মন্তব্যের যোগ্য জবাব দিয়ে দেশবাসীর মন কেড়ে নিয়েছেন।