বিক্রম ব্যানার্জী, কলকাতা: সময়ের সাথে তাল মিলিয়ে উন্নত হচ্ছে প্রযুক্তি। আর সেই সূত্র ধরেই বর্তমান ডিজিটাল দুনিয়ায় পাবলিক ট্রান্সপোর্টে ভ্রমণ এখন আরও সহজ হয়েছে। অন্যান্য পরিষেবার পাশাপাশি মেট্রো পরিষেবার ক্ষেত্রেও অনলাইনে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে টিকিট কাটার মতো বিষয়গুলি এখন অনেকটাই সহজ।
বলে রাখি, এখন থেকে আর মেট্রোর টিকিটের জন্য কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না! আপনি চাইলেই নিজের স্মার্টফোনে WhatsApp থেকে মেট্রোর টিকিট কেটে নিতে পারেন। হ্যাঁ, দিল্লি মেট্রো সহ দেশের বেশ কয়েকটি শহরে মেট্রো পরিষেবার ক্ষেত্রে WhatsApp এর মাধ্যমে টিকিট বুকিংয়ের বিশেষ নিয়ম চালু করেছে রেল। কিন্তু কীভাবে WhatsApp এর মাধ্যমে বুক করা যাবে মেট্রোর টিকিট? রইল গোটা পদ্ধতি।
WhatsApp থেকেই বুক করুন মেট্রোর টিকিট
বর্তমানে সোশ্যাল মিডিয়ার অন্যতম পরিচিত প্ল্যাটফর্ম WhatsApp থেকেই চ্যাট বটের মাধ্যমে বার্তা পাঠিয়ে মেট্রোর টিকিট বুক করতে পারবেন যাত্রীরা। রেল বলছে, এই পরিষেবাটি সম্পূর্ণ নিরাপদ এবং ঝুঁকিহীন। সে ক্ষেত্রে স্মার্টফোনে WhatsApp ইনস্টল করা না থাকলে প্রথমে অ্যাপটি ইনস্টল করে নিতে হবে।
কীভাবে ধাপে ধাপে WhatsApp থেকে মেট্রোর টিকিট বুক করা যাবে সেই গোটা পদ্ধতিটি নিচে দেওয়া হল। তবে তার আগে বলে দিই, WhatsApp থেকে মেট্রোর টিকিট বুক করার সময় পেমেন্টের জন্য UPI বা ক্রেডিট/ডেবিট কার্ডের বিকল্প পেয়ে যাবেন সম্ভাব্য যাত্রী।
WhatsApp থেকে মেট্রোর টিকিট বুক করে নিন এই পদ্ধতিতে
WhatsApp থেকে মেট্রোর টিকিট বুক করতে হলে প্রথমেই নিজের স্মার্টফোনের WhatsApp এ গিয়ে DMRC অর্থাৎ দিল্লি মেট্রোর ক্ষেত্রে মেট্রো অথরিটির অফিসিয়াল WhatsApp নম্বর 9650855800 এবং কলকাতা ( এখনও চালু হয়নি) সহ অন্যান্য মেট্রো পরিষেবার ক্ষেত্রে নির্দিষ্ট মেট্রো অথরিটির টিকিট বুকিং WhatsApp নম্বরে Hi লিখে পাঠান অথবা শুধুমাত্র Ticket টাইপ করে নির্দিষ্ট নম্বরে পাঠিয়ে দিন। এরপর ওই চ্যাট থেকেই নিজের গন্তব্য অর্থাৎ রুট ও স্টেশন সিলেক্ট করুন।
অবশ্যই পড়ুন: ১২ ম্যাচে ৫৫ উইকেট! লর্ডসে ভারতকে টাইট দিতে ভয়ঙ্কর বোলারকে ডেকে নিল ইংল্যান্ড
বলে রাখি, চ্যাট বট আপনার কাছে বেশ কিছু বিকল্প নিয়ে হাজির হবে, সেগুলির মধ্যে থাকবে স্টেশন থেকে অর্থাৎ কোন স্টেশন থেকে আপনি কোন স্টেশন পর্যন্ত যাত্রা করতে চাইছেন। এছাড়াও সেকেন্ড টু স্টেশন মানে যেখানে আপনি যেতে চাইছেন এভাবে নিজের গন্তব্য নির্বাচন করে যাত্রার তারিখ ও সময় সিলেক্ট করে নিন। এরপর টিকিটের সংখ্যা অর্থাৎ কতগুলি টিকিট দরকার সেটি লিখুন।
সব কাজ হয়ে গেলে পেমেন্ট অপশনে ক্লিক করে UPI অথবা ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে পেমেন্ট করে দিলেই কেল্লাফতে! বুক হয়ে যাবে আপনার মেট্রোর টিকিট। বলা বাহুল্য, UPI হোক বা কার্ড, পেমেন্ট সফল হলে QR কোড আকারে মেট্রোর টিকিট শো হবে ফোনে। সেটিকে স্ক্যান করেই যাত্রা করতে পারবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |