দীর্ঘ ৬ বছর পর কলকাতা এয়ারপোর্ট থেকে খুলল জনপ্রিয় এই রুট

Published on:

Buddha Air

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ ছয় বছর পর আবারও নমস্কার জানিয়ে কলকাতার বুকে পা রাখতে চলেছে বুদ্ধ এয়ার (Buddha Air)। খবর পাওয়া মাত্রই নেপাল সহ বাংলার মানুষের মধ্যে হই-হুল্লোড় শুরু হয়ে গিয়েছে। সুত্রের খবর, এবার নেপালের রাজধানী কাঠমান্ডু এবং কলকাতার মধ্যে সরাসরি উড়ান পরিষেবা চালু করতে চলেছে নেপালের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা।

সোশ্যাল মিডিয়ায় ঘোষণা বুদ্ধ এয়ারের

সম্প্রতি বুদ্ধ এয়ার তাদের সোশ্যাল মিডিয়ায় লিখেছে, “Namaste Kolkata! The wait is almost over…stay tuned! Kolkata coming soon….” আর এতেই নেটিজেনদের মধ্যে জল্পনা তুঙ্গে। সূত্র বলছে, চলতি বছরের জুলাই মাসের মধ্যেই নতুন করে কলকাতা-কাঠমান্ডু ফ্লাইট পরিষেবা চালু হতে পারে।

ছয় বছর আগে বন্ধ হয়েছিল রুট…

সালটা ২০১৯। সেবার বুদ্ধ এয়ার প্রথমবার কলকাতার সঙ্গে যুক্ত হয়। তখন সপ্তাহে তিন দিন এই ফ্লাইট চালু ছিল। কিন্তু নয় মাস চলার পরেই আচমকা বন্ধ হয়ে যায় এই উড়ান। জানা গিয়েছিল, আর্থিক ক্ষতির কারণে এই ফ্লাইটের ইতি টানা হয়েছিল। 

তবে এবার পরিস্থিতি কিছুটা অন্যরকম। সে সময় এয়ার ইন্ডিয়ার সঙ্গে কার্যত প্রতিযোগিতায় নামতে হয়েছিল বুদ্ধ এয়ারকে। আর প্রতিযোগিতায় নেমে মুখ থুবড়ে পরেছিল বুদ্ধ এয়ার। কিন্তু এখন এয়ার ইন্ডিয়া সেই রুট থেকে নিজের পা সরিয়ে নিয়েছে। ফলে নতুন করে আবারও লাভের সম্ভাবনার জায়গা দেখছে বুদ্ধ এয়ার।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

এবার সপ্তাহে চার দিন ফ্লাইট

সূত্রের খবর, এবার নতুন পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে চারদিন কলকাতা থেকে কাঠমান্ডু যাওয়া যাবে বুদ্ধ এয়ার ফ্লাইটে। জানা যাচ্ছে, এই ফ্লাইটে সময় লাগবে মাত্র ১ ঘন্টা ২৫ মিনিট। এও শোনা যাচ্ছে, আগে যেভাবে এয়ার ইন্ডিয়া পরিষেবা দিত, এবার সেই হাত ধরেই বুদ্ধ এয়ার পরিষেবা দেবে। 

আরও পড়ুনঃ উদ্বোধন হয়ে গেল ভারত-ভুটান কানেক্টিভিটি, মাঝে লাভের গুড় খাবে বাংলাদেশ?

দুই দেশের মধ্যে ব্যবসা এবং পর্যটন হবে উন্নত

বুদ্ধ এয়ার ইতিমধ্যেই বারানসী-নেপাল রুটে নিয়মিত ফ্লাইট চালাচ্ছে এবং ভবিষ্যতে গুয়াহাটি, লখনউ এর মতো শহরগুলির উপর দিয়েও ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে। ফলে ভারত ও নেপালের মধ্যে পর্যটন ও ব্যবসায়ীক উন্নতির এবার বিরাট সম্ভাবনা রাখছে এই বুদ্ধ এয়ার। এখন শুধু জুলাই মাসের অপেক্ষা, যখন আবারও আকাশে ভেসে উঠবে কলকাতা-কাঠমান্ডু নীল-সাদা উড়ান।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥