আবেদন করলেই মিলবে জুবিন গর্গের চিতাভস্ম, বিশেষ ব্যবস্থা করল রাজ্য সরকার

Published on:

Zubeen Garg Ashes

সহেলি মিত্র, কলকাতাঃ এবার চাইলেই আপনি আপনার প্রিয় গায়ক জুবিন গর্গের চিতাভস্ম (Zubeen Garg Ashes) নিতে পারবেন। এমনই ব্যবস্থা করে রাজ্যবাসীকে চমকে দিল অসম সরকার। বিখ্যাত গায়ক জুবিন গর্গের সঙ্গীত দুনিয়ার জন্য যে এক অপূরণীয় ক্ষতি সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাঁর আকস্মিক প্রয়াণ সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবার কেউই মেনে নিতে পারছেন না। তবে এসবের মাঝেই এবার চিতাভস্ম দেওয়ার সিদ্ধান্ত নিল অসম সরকার।

আবেদন করলেই মিলবে জুবিন গর্গের চিতাভস্ম

গত ১৯ সেপ্টেম্বর বিখ্যাত গায়ক জুবিন গর্গ পৃথিবীকে বিদায় জানান। তিনি সিঙ্গাপুরে কনসার্টের জন্য গিয়েছিলেন, কিন্তু সেই কনসার্টের একদিন আগে সাঁতার কাটতে গিয়ে মারা যান। গায়কের মৃত্যুর খবর সবাইকে হতবাক করে দেয়। তার মৃত্যুর পাঁচ দিন পর, ২৩ সেপ্টেম্বর, অসমের কামারকুচি গ্রামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়, যেখানে তার হাজার হাজার ভক্ত শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন। এখন জানা যাচ্ছে যে জুবিন গর্গের চিতাভস্ম অনলাইনে বিতরণ করা হবে।

এক রিপোর্ট অনুসারে, রাজ্যের শিক্ষামন্ত্রী রণোজ পেগু কীভাবে এবং কারা আবেদন করতে পারবেন সে সম্পর্কে তথ্য দিয়েছেন। শিক্ষামন্ত্রী রণোজ পেগু বলেন, “সংস্কৃতি বিষয়ক বিভাগ কর্তৃক পরিচালিত একটি পোর্টাল শীঘ্রই চালু করা হবে। আসাম সরকার একটি সহজ পোর্টাল খুলবে যার মাধ্যমে সংস্থা এবং প্রতিষ্ঠানগুলি তাদের প্রিয় শিল্পীর অস্থি গ্রহণের জন্য আবেদন করতে পারবে। সংস্কৃতি বিভাগ এই প্রক্রিয়াটি তত্ত্বাবধান করবে।”

বড় মন্তব্য মন্ত্রীর

রণোজ পেগু আরও বলেন, কামারকুচিতে স্মৃতিসৌধের সীমানা প্রাচীর সম্পূর্ণ সীমানা নির্ধারণের পর নির্মিত হবে। জুবিনের সমাধিস্থল সুরক্ষিত করা হবে। সেখানে ইতিমধ্যেই ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং সীমানা প্রাচীরের কাজ এখন শুরু হবে। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে ডুবে মারা যান ৫২ বছর বয়সী গায়ক জুবিন গর্গ। মঙ্গলবার কামারকুচিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। গত কয়েকদিন ধরে লক্ষ লক্ষ মানুষ এই গায়ক-সুরকারকে শ্রদ্ধা জানিয়েছেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥