সহেলি মিত্র, কলকাতাঃ গায়ক জুবিন গর্গের মৃত্যু (Zubeen Garg Death) রহস্যে নয়া মোড়। এবার তাঁর খুড়তুতো ভাইকে গ্রেফতার করা হল। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। পুলিশের মতে, সিঙ্গাপুরে একটি ইয়ট পার্টিতে তিনিও জুবিনের সাথে উপস্থিত ছিলেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
জুবিন গর্গের মৃত্যুতে গ্রেফতার ভাই
আসলে, গায়িকা জুবিন গর্গের খুড়তুতো ভাই সন্দীপন পুলিশে কর্মরত। এই মামলায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। জুবিন গর্গ ২০ সেপ্টেম্বর শুরু হওয়া তিন দিনের ‘নর্থ ইস্ট ইন্ডিতা ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে সিঙ্গাপুরে ছিলেন। কিন্তু তাঁর এই ট্যুরই যে শেষমেষ গায়কের জীবন কেড়ে নেবে সেটা হয়তো স্বপ্নেও কেউ ভাবতে পারেনি। জানা যায়, সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে একটি ইয়ট পার্টিতে সাঁতার কাটতে গিয়ে ৫২ বছর বয়সী গায়ক জুবিন গর্গ মারা যান। তার মৃত্যুর পর অনুষ্ঠানটি বাতিল করা হয়।
আবার সেই সময়ে জানা যায় যে কোনও এক দ্বীপে স্কুবা ডাইভিং করতে গিয়ে তাঁর মৃত্যু হয়। এমনকি গায়কের শেষ মুহূর্তের শেষ ভিডিও অবধি সামাজিক মাধ্যমে ব্যাপক গতিতে ভাইরাল হয়, যেখানে দেখা যায় গায়ক কীভাবে প্রতিটি নিঃশ্বাসের জন্য জলে থেকে লড়াই করছেন। যাইহোক, যত সময় এগিয়েছে ততই গায়কের মৃত্যু নিয়ে রহস্য জোরালো হয়েছে। উঠে এসেছে একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য। তেমনই এবার তাঁর খুড়তুতো ভাইকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।
কী বলছে পুলিশ?
এক রিপোর্ট অনুসারে, গায়কের ভাই সন্দীপন তাঁর সঙ্গে সিঙ্গাপুরে ভ্রমণ করেছিলেন। তিনিও ইয়ট পার্টিতে উপস্থিত ছিলেন। গ্রেফতারের পর, এসআইটি সন্দীপনকে আদালতে হাজির করবে। এই সন্দীপন আবার আসাম পুলিশের ডিএসপিও। স্বাভাবিকভাবেই এহেন বড় মাপের গ্রেফতারিকে ঘিরে চারিদিকে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। এই প্রসঙ্গে সিআইডির বিশেষ পুলিশ মহাপরিচালক মুন্না প্রসাদ গুপ্ত বলেন, “আমরা সন্দীপন গর্গকে গ্রেফতার করেছি। আমরা এখন প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করছি। গায়কের মৃত্যুর ঘটনায় সিঙ্গাপুরে গ্রেপ্তার হওয়া পুলিশ কর্মকর্তাকে গত কয়েকদিনে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে।”