‘হিন্দুদের অপমান সহ্য করব না!’ সুপ্রিম কোর্টেই প্রধান বিচারপতির দিকে জুতো ছুঁড়লেন আইনজীবী

Published:

B.R. Gavai
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ দেশের সর্বোচ্চ আদালতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের (B R Gavai) দিকেই এক আইনজীবী জুতো ছোঁড়ার চেষ্টা করলেন। সূত্র মারফৎ খবর, বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি চলাকালীন ওই আইনজীবী পোডিয়ামে এগিয়ে গিয়ে জুতো খুলে তাঁর দিকে ছুঁড়ে মারার চেষ্টা করেন। তবে আদালতের নিরাপত্তা রক্ষীরা সময়মত তা হস্তক্ষেপ করে এবং আইনজীবীকে বাইরে নিয়ে চলে যায়।

প্রধান বিচারপতি কী বললেন?

জানা গিয়েছে, ওই ঘটনার সময় সিজিআই বি আর গাভাই শান্ত অবস্থাতেই বসে ছিলেন। তিনি উপস্থিত আইনজীবীদের শুনানি চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। এমনটি তিনি বলেন, কোনও কিছুর দ্বারা বিভ্রান্ত হবেন না। আমরা বিভ্রান্ত হইনি। এই ধরনের ঘটনা আমাকে কোনওরকম প্রভাবিত করে না।

কেন এমন হামলা?

প্রসঙ্গত, এই ঘটনার পিছনে গত কয়েকদিনের বিতর্ক লুকিয়ে রয়েছে। খজুরাহোতে 7 ফুট উঁচু কপালছিন্ন বিষ্ণু প্রতিমা নির্মাণের মামলায় বি আর গাভাইয়ের মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। সেই মামলায় বিচারপতি বলেছিলেন, আপনি বলছেন বিষ্ণুর ভক্ত। এখন যান, গিয়ে প্রার্থনা করুন। আর ওই মন্তব্যকেই ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছে অনেকে। এমনকি বিতর্কের পর আদালতে তিনি পরিষ্কার বলেছেন, তাঁর উদ্দেশ্য কখনোই কাউকে অসম্মান করা নয়। তিনি বলেছেন, আমি সকল ধর্মকে সম্মান করি। এটা সোশ্যাল মিডিয়ার জন্যই ঘটেছে।

আরও পড়ুনঃ জ্যান্ত পুড়ে মৃত্যু ৯, আহত প্রচুর! জয়পুরের সওয়াই মান সিং হাসপাতালে ভয়াবহ আগুন

তবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে উপস্থিত মন্ত্রী তুষার মেহতা প্রধান বিচারপতির সমর্থনে বলেছেন, অনেক ঘটনাই সোশ্যাল মিডিয়ায় অতিরঞ্জিত হিসাবে দেখানো হয়। নিউটনের আইন বলছে, প্রতিটি ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। তাই এখন প্রতিটি ক্রিয়াতে সোশ্যাল মিডিয়া পাল্টা প্রতিক্রিয়া দেখায়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join