বাইকের চালান কেটেছিল পুলিশ, পাল্টা থানার বিদ্যুৎই কেটে দিলেন ইলেকট্রিক কর্মী

Published on:

lineman cuts off electricity supply

সৌভিক মুখার্জী, কলকাতা: পুলিশ জরিমানা করায় ক্ষুব্ধ হয়ে এক নাগরিক থানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিলেন। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে হারদোই জেলার সাওয়াইজপুরে। আর পুরো ঘটনাটির ভিডিও ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য চড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। প্রশাসনের শীর্ষ কর্তারা বিষয়টি জানার পর বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। চলুন জেনে নেওয়া যাক, আসল ঘটনাটি কী ঘটেছিল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কী ঘটেছিল ঘটনাটি?

আসলে হারদোই জেলার সাওয়াইজপুরে বিদ্যুৎ উপকেন্দ্রে কর্মরত লাইনম্যান উপেন্দ্র এবং তার এক সহকর্মী একসঙ্গে বাইকে যাচ্ছিল। পথে হঠাৎ পুলিশ তাদের থামিয়ে দেয়। কিন্তু কেন? আসলে তারা হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিল। এরপর পুলিশ তাদেরকে জরিমানা করে। আর এতেই উপেন্দ্র এবং পুলিশ কর্মকর্তাদের মধ্যে তর্কাতর্কি বেড়ে যায়।

এরপর ক্ষুব্ধ হয়ে লাইনম্যান তার ঊর্ধ্বতন কর্মকর্তা জুনিয়র ইঞ্জিনিয়ারকে সমস্ত বিষয়টি জানান। এরপর সেই জুনিয়ার ইঞ্জিনিয়ার নিজে থানায় ঢুকে পুরো থানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মুহূর্তের মধ্যে ভিডিও ভাইরাল

এই বিদ্যুৎ বিচ্ছিন্ন করার ঘটনাটি মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেওয়া হয়, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। আর এর ফলাফল কী হয়? পুলিশের কার্যক্রম একধাক্কায় অচল হয়ে পড়ে। থানায় থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংরক্ষণের কাজ বলুন বা কম্পিউটার অপারেশন, এমনকি সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে থানা জেনারেটর চালু করতে বাধ্য হয়।

প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় বিদ্যুৎ সংযোগ

এই ঘটনাটি জানার পরই বিদ্যুৎ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নিজে ঘটনাস্থলে যান। এরপর দ্রুত থানার বিদ্যুৎ সংযোগ চালু করে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সুপার জানিয়েছেন, “হেলমেট ছাড়া বাইক চালালে জরিমানা হবে। এটা তো স্বাভাবিক বিষয়। পুলিশ নিজেও এই নিয়ম মেনে চলছে। তাহলে লাইন ম্যানকে জরিমানা করায় এতে প্রতিশোধের কি রয়েছে?” তিনি এখানেই থেমে থাকেননি। আরও জানান যে, “এই ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তদন্ত করে দোষীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ কবে বেরোচ্ছে মাধ্যমিকের ফলাফল, কীভাবে চেক করবে রেজাল্ট? ধাপে ধাপে রইল পদ্ধতি

সর্বশেষ পরিস্থিতি

এই ঘটনার পর জুনিয়ার ইঞ্জিনিয়ার এবং লাইনম্যানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে স্থানীয় প্রশাসন। পুলিশের কাজ ব্যাহত করায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং মামলা করা হতে পারে বলেই সূত্র দাবি করছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group