পার্থ সারথি মান্না, কলকাতাঃ কর্মসূত্রে হোক বা ভ্রমণসূত্রে প্রতিদিন দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য ট্রেন ব্যবহার করেন কোটি কোটি মানুষ। কিছু সময়ের জন্যও যদি ট্রেন পরিষেবা ব্যাহত হয় তাহলে বিরাট অসুবিধার সম্মুখীন হতে হয় যাত্রীদের। বিশেষ করে শীতের মরশুমে অনেকেই ঘুরতে যাওয়র প্ল্যান করেছেন। অথচ কুয়াশা কিংবা খারাপ আবহাওয়ার জেরে ট্রেন লেট হয়ে অসুবিধায় পড়তে হচ্ছে। তাই আপনিও যদি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।
ডিসেম্বরে থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল একঝাঁক ট্রেন
ডিসেম্বর মাসের শুরু থেকেই বেশ ঠান্ডার অনুভূতি মিলছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। তবে খারাপ আবহাওয়া, কুয়াশা কিংবা রেললাইনে কাজ চলার জেরে ট্রেন চালানোর ক্ষেত্রে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই এবার যাত্রী সুরক্ষার কথা ভেবে বেশ কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফ থেকে। নিচে সেই সমস্ত ট্রেনের তালিকা ও দিনক্ষণ জানানো হল।
বাতিল ট্রেনের তালিকা
মোট চারটি ট্রেন পুরোপুরিভাবে বাতিল করা হয়েছে সেগুলি হলঃ
১। উপাসনা এক্সপ্রেস : হাওড়া থেকে দেহরাদুন যাওয়ার ট্রেনটি ডিসেম্বর মাসের ৩, ৬, ১০, ১৩, ১৭, ২০, ২৪, ২৭, ৩১ বাতিল করা হয়েছে। একইভাবে জানুয়ারি মাসে ৩, ৭, ১০, ১৪, ১৭, ২১, ২৪, ২৮, ৩১ বাতিল করা হয়েছে। আর ফেব্রুয়ারি মাসেও ৪, ৭, ১১, ১৪, ১৮, ২১, ২৫, ২৮ তারিখে বাতিল ঘোষণা করা হয়েছে।
দেরাদুন থেকে হাওড়া আসার উপাসনা এক্সপ্রেস ও ডিসেম্বর মাসে ৪, ৭, ১১, ১৪, ১৮, ২১, ২৫, ২৮ তারিখ, জানুয়ারি মাসের ১ ৪ ৮ ১ ১ ১ ৫ ১ ৮ ২ ২ ২ ৫ ২ ৯ তারিখ ও ফেব্রুয়ারি মাসের ১, ৫, ৮, ১২, ১৫, ১৯, ২২, ২৬ বাতিল থাকছে। এছাড়াও ১ লা মার্চ ২০২৫ এও বাতিল থাকবে ট্রেনটি।
২। প্রথম স্বতন্ত্রতা এক্সপ্রেস : ঝাঁসি থেকে কলকাতা যাওয়ার ট্রেনটি ডিসেম্বর মাসের ৬, ১৩, ২০, ২৭ তারিখ ও জানুয়ারি মাসের ৩, ১০ তারিখে বাতিল করা হয়েছে।
কলকাতা থেকে ঝাঁসি যাওয়ার ট্রেনটি ডিসেম্বর মাসের ৮, ১৫, ২২, ২৯ তারিখ ও জানুয়ারি মাসের ৫, ১২ তারিখে বাতিল করা হয়েছে।
৩। কামাক্ষা-গয়া উইকলি এক্সপ্রেস : কামাক্ষা থেকে গয়া যাওয়ার ট্রেনটি ডিসেম্বর মাসের ২, ৯, ১৬, ২৩, ৩০ তারিখ, জানুয়ারি মাসের ৬, ১৩, ২০, ২৭ তারিখ ও ফেব্রুয়ারি মাসের ৩, ১০, ১৭, ২৪ তারিখে বাতিল করা হয়েছে।
গয়া থেকে কামাক্ষা যাওয়ার ট্রেনটি ডিসেম্বর মাসের ৩, ১০, ১৭, ২৪, ৩১ তারিখ, জানুয়ারি মাসের ৭, ১৪, ২১, ২৮ তারিখ ও ফেব্রুয়ারি মাসের ৪, ১১, ১৮, ২৫ তারিখে বাতিল করা হয়েছে।
৪। নয়া দিল্লি-মালদহ টাউন এক্সপ্রেস : নয়া দিল্লি থেকে মালদহ টাউন যাওয়ার ট্রেনটি ডিসেম্বর মাসের ১, ৫, ৮, ১২, ১৫, ১৯, ২২, ২৬ তারিখ, জানুয়ারি মাসের ২, ৫, ৯, ১২, ১৬, ১৯, ২৩, ২৬, ৩০ তারিখ, ফেব্রুয়ারি মাসের ২, ৬, ৯, ১৩, ১৬, ২০, ২৩, ২৭ তারিখে বাতিল করা হয়েছে।
মালদহ টাউন থেকে নয়া দিল্লি যাওয়ার ট্রেনটি ডিসেম্বর মাসের ৩, ৭, ১০, ১৪, ১৭, ২১, ২৪, ২৮, ৩১ তারিখ, জানুয়ারি মাসের ৪, ৭, ১১, ১৪, ১৮, ২১, ২৫, ২৮ তারিখ, ফেব্রুয়ারি মাসের ১, ৪, ৮, ১১, ১৫, ১৮, ২২, ২৫ তারিখ ও ২০২৫ সালের ১ মার্চ তারিখে বাতিল করা হয়েছে।
আংশিকভাবে বাতিল ট্রেনের তালিকাঃ
এখানেই শেষ নয়, আংশিকভাবে বাতিল করা হয়েছে আরও কিছু ট্রেন সেগুলি হল :
১। মথুরা-হাওড়া চম্বল এক্সপ্রেস : মথুরা থেকে হাওড়া যাওয়ার ট্রেনটি ডিসেম্বর মাসের ২, ৯, ১৬, ২৩, ৩০ তারিখ ও জানুয়ারি মাসের ৬ তারিখে বাতিল করা হয়েছে।
হাওড়া থেকে মথুরা যাওয়ার ট্রেনটি ডিসেম্বর মাসের ৬, ১৩, ২০, ২৭ তারিখ ও জানুয়ারি মাসের ৩, ১০ তারিখে বাতিল করা হয়েছে।
২। কলকাতা-অমৃতসর এক্সপ্রেস : কলকাতা থেকে অমৃতসর যাওয়ার ট্রেনটি ডিসেম্বর মাসের ৭, ১৪, ২১, ২৮ তারিখ, জানুয়ারি মাসের ৪, ১১, ১৮, ২৫ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের ১, ৮, ১৫, ২২ তারিখে বাতিল করা হয়েছে।
অমৃতসর থেকে কলকাতা যাওয়ার ট্রেনটি ডিসেম্বর মাসের ৯, ১৬, ২৩, ৩০ তারিখ, জানুয়ারি মাসের ৬, ১৩, ২০, ২৭ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের ৩, ১০, ১৭, ২৪ তারিখে বাতিল করা হয়েছে।
৩। হাওড়া-কাঠগোদাম বাঘ এক্সপ্রেস : হাওড়া থেকে কাঠগোদাম যাওয়ার ট্রেনটি ডিসেম্বর মাসের ১, ৮, ১৫, ২২, ২৯ তারিখ, জানুয়ারি মাসের ৫, ১২, ১৯, ২৬ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের ২, ৯, ১৬, ২৩ তারিখে বাতিল করা হয়েছে।
কাঠগোদাম থেকে হাওড়া যাওয়ার ট্রেনটি ডিসেম্বর মাসের ৩, ১০, ১৭, ২৪, ৩১ তারিখ, জানুয়ারি মাসের ৭, ১৪, ২১, ২৮ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের ৪, ১১, ১৮, ২৫ তারিখে বাতিল করা হয়েছে।
৪। আনন্দবিহার-ভাগলপুর গরিবরথ এক্সপ্রেস : আনন্দবিহার থেকে ভাগলপুর যাওয়ার ট্রেনটি ডিসেম্বর মাসের ৪, ১১, ১৮, ২৫ তারিখ এবং জানুয়ারি মাসের ১, ৮ তারিখে বাতিল করা হয়েছে।
ভাগলপুর থেকে আনন্দবিহার যাওয়ার ট্রেনটি ডিসেম্বর মাসের ৫, ১২, ১৯, ২৬ তারিখ এবং জানুয়ারি মাসের ২, ৯ তারিখে বাতিল করা হয়েছে।
৫। আজমের-শিয়ালদহ সুপারফাস্ট এক্সপ্রেস : আজমের থেকে শিয়ালদহ যাওয়ার ট্রেনটি ডিসেম্বর মাসের ৩, ৫, ৭, ১০, ১২, ১৪, ১৭, ১৯, ২১, ২৪, ২৬, ২৮, ৩১ তারিখ এবং জানুয়ারি মাসের ২, ৪, ৭, ৯ তারিখে বাতিল করা হয়েছে।
শিয়ালদহ থেকে আজমের যাওয়ার ট্রেনটি ডিসেম্বর মাসের ৪, ৬, ৮, ১১, ১৩, ১৫, ১৮, ২০, ২২, ২৫, ২৭, ২৯ তারিখ এবং জানুয়ারি মাসের ১, ৩, ৫, ৮, ১০ তারিখে বাতিল করা হয়েছে।