থমকে যাবে রেল পরিষেবা? অনশনে নামলেন রাজ্যের ২০ হাজার লোকো পাইলট

Published on:

local train

শ্বেতা মিত্র, কলকাতা: বিশ্রাম ছাড়াই ঘন্টার পর ঘন্টা কাজ করতে হচ্ছে। আর এটাই মেনে নিতে নারাজ লোকো পাইলটরা (Loco Pilot)। যার ফলে এবার হাজার হাজার লোকো পাইলট এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা অবাক করে ছেড়ে দিয়েছে সকলকে। এমনিতে ভারতে দিনে ৮ ঘন্টা ডিউটি ​​করার আইনি বিধান রয়েছে। কিন্তু রেলওয়ের লোকো পাইলটরা বলছেন যে তারা ১১ থেকে ১৬ ঘন্টা একটানা কাজ করেন। এ কারণে দুর্ঘটনাও ঘটছে। কিন্তু সরকার তাদের জন্য কোন সমাধান খুঁজে পায়নি। তাই সারা দেশের লোকো পাইলটরা টানা ৩৬ ঘন্টার অনশন শুরু করেছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

টানা ৩৬ ঘন্টা অনশন করছেন লোকো পাইলটরা

অর্থাৎ এই সময়কালে কর্তব্যরত লোকো পাইলটরা কাজ করবেন কিন্তু খাবেন না। তারা খালি পেটে কাজ করবে এবং সরকারের কাছে তাদের নীরব প্রতিবাদ জানাবে। রেলওয়ের লোকো পাইলট বা বৈদ্যুতিক চালকদের প্রতিনিধিত্বকারী সংগঠন অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন (AILRSA) এই অনশনের ডাক দিয়েছে।

সমিতির সভাপতি আর.আর. ভগৎ বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ট্রেনের লোকো পাইলটরা অনশন ধর্মঘটে রয়েছেন। যারা ডিউটিতে আছেন তারা ক্ষুধার্ত অবস্থায় কাজ করছেন। যারা বিশ্রামে আছেন তারা ডিআরএম অফিসের সামনে অভুক্ত থেকে প্রতিবাদ করছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অনশনে যোগ দিলেন বাংলার ২০ হাজার কর্মী

জানা গিয়েছে, এই অনশন কর্মসূচিতে সারা দেশ জুড়ে যোগ দিয়েছেন দেশের ১৭টি জোনের লোকো পাইলট এবং ট্রেন ম্যানেজাররা। দেশব্যাপী প্রায় ৯০ হাজার চালক ও ট্রেন ম্যানেজার অনশন চালাচ্ছেন। এদিকে রাজ্যে অনশনরত প্রায় ২০ হাজার কর্মী। তবে অনশন কর্মসূচির ফলে যাতে ট্রেন চলাচল ব্যাহত না-হয়, সেদিকেও নজর রয়েছে সংগঠনের। ভগত বলেন যে লোকো পাইলটদের প্রচণ্ড চাপের মধ্যে কাজ করতে হয়। পণ্যবাহী ট্রেনের পাইলটদের কথা বলতে গেলে, তাদের গড়ে ১১ ঘন্টা কাজ করতে হয়। কখনও কখনও তারা ১৩ ঘন্টা, ১৬ ঘন্টা কাজ করে। এ কারণে দুর্ঘটনাও ঘটে।

আরও পড়ুনঃ মহিলা IAS-র ফেসবুক পোস্টে হাসার শাস্তি, জামিন পেতে ২৭৩ কিমি ছুটতে হল যুবককে

লোকো পাইলটদের চাহিদা কী?

লোকো পাইলটরা মেল/এক্সপ্রেস ট্রেনে ছয় ঘন্টা এবং পণ্যবাহী ট্রেনে আট ঘন্টার ডিউটি ​​রোস্টার চান। রেল কর্মীদের মতে, ঊনবিংশ শতাব্দীতে, যখন শিল্প বিপ্লব ঘটেছিল, তখন বিশ্বজুড়ে আট ঘন্টা কাজ, আট ঘন্টা বিশ্রাম এবং পরিবারের জন্য আট ঘন্টা ছিল মৌলিক শ্রম চাহিদা। এটা অত্যন্ত ভয়াবহ যে স্বাধীনতার ৭৭ বছর পরেও, সরকারের অধীনে থাকা কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানগুলিতে মানুষ এখনও ৮ ঘন্টা কাজের জন্য সংগ্রাম করছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group