লোকসভা ভোটের ফলাফল! চলছে কড়া টক্কর, কে কত আসনে এগিয়ে? জানুন

Published on:

modi-rhul

আজ সেই বিশেষ দিন যার জন্য অপেক্ষা করছিলেন দেশের কোটি কোটি মানুষ। ৫৪২টি লোকসভা আসনের আজ ফলাফল বের হবে। আজ ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফলাফলের দিন। দিকে দিকে তোরজোড় শুরু হয়েছে সকাল থেকে। এদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কি জয়ের হ্যাটট্রিক করবে? ইন্ডি জোট কি পারবে বিজেপির বিজয়রথ আটকাতে? সেই নিয়ে উঠছে প্রশ্ন।

এই সকল প্রশ্নের উত্তর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পেয়ে যাবেন বাংলার তথা সমগ্র দেশের মানুষ। লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক ট্রেন্ডে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আজ সন্ধ্যার মধ্যেই দেশের ৫৪২টি লোকসভা আসনের ফল স্পষ্ট হয়ে যাবে।

 

কে কোন আসনে এগিয়ে

নাগপুরে এগিয়ে নীতীন গডকড়ি।

WhatsApp Community Join Now

মুর্শিদাবাদে এগিয়ে আবু তাহের খান।

ব্যারাকপুরে এগিয়ে পার্থ ভৌমিক।

আসানসোলে ৭০০০ ভোটে এগিয়ে এস এস আলুওয়ালিয়া।

মুম্বই উত্তরে এগিয়ে পীযূষ গোয়েল।

রায়বরেলি এবং ওয়েনাডে এগিয়ে রাহুল গান্ধী ।

গান্ধীনগরে ৮০ হাজার ভোটে এগিয়ে অমিত শাহ।

বারাণসীতে এগিয়ে নরেন্দ্র মোদী।

রানাঘাটে এগিয়ে বিজেপির জগন্নাথ সরকার।

বহরমপুরে এগিয়ে অধীর রঞ্জন চৌধুরী।

জঙ্গিপুরে এগিয়ে কংগ্রেসের মুর্তুজা হোসেন।

মালদহ দক্ষিণে ৫৭০০ ভোটে এগিয়ে শ্রীরূপা মিত্র চৌধুরী।

যাদবপুরে এগিয়ে সায়নী ঘোষ।

পুরুলিয়ায় এগিয়ে জ্যোতির্ময় সিংহ মাহাতো।

রায়গঞ্জে এগিয়ে কার্তিক পাল।

কী বলছে কমিশন 

নির্বাচন কমিশনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, এখনও অবধি ৪০৬টি আসনের মধ্যে, বিজেপি এগিয়ে ১৯৪টি আসনে, কংগ্রেস এগিয়ে ৭৬টি আসনে, সমাজবাদী পার্টি এগিয়ে ৩০টি আসনে।

আজ ৫৪২টি আসনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশের ১৭৫টি এবং ওড়িশার ১৪৭টি বিধানসভা কেন্দ্রের রাজ্য বিধানসভা কেন্দ্রের গণনা এবং ২৫টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলও বেরোবে আজ। আজ কড়া নিরাপত্তার মধ্যে পোস্টাল ব্যালট পেপার দিয়ে শুরু হয় ভোট গণনা।

সঙ্গে থাকুন ➥
X