প্রীতি পোদ্দার, নয় দিল্লি: দেশের দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলিও যাতে সহজে রান্নার গ্যাস বা এলপিজি পেতে পারেন সেই লক্ষ্য নিয়ে এক বড় উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ২০১৬ সালের ১ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উজ্জ্বলা যোজনা (Ujjwala Yojana) প্রকল্প চালু করেছিলেন। যার প্রধান লক্ষ্য হল ঘরের বায়ু দূষণের সাথে সম্পর্কিত বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির জন্য ঝুঁকিপূর্ণ দরিদ্র পরিবারগুলিতে পরিষ্কার-রান্নার জ্বালানী সরবরাহ করা এবং বিপিএল পরিবারগুলির জীবনযাত্রার মানে গুণগত পরিবর্তন নিয়ে আসা। আর এবার এই উজ্জ্বলা যোজনা প্রকল্প নিয়ে এক বড় তথ্য তুলে ধরলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী সুরেশ গোপী।
দাম বাড়েনি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের
এইমুহুর্তে দেশে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করেনি কেন্দ্রীয় সরকার। ২০২৪ সালের আগস্ট থেকে একই রয়েছে ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। কিন্তু ক্রমেই বেড়েই চলেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। চলতি মাসের শুরুতেই অর্থাৎ ১ মার্চ তেল কোম্পানিগুলির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৬ টাকা বাড়ানো হয়েছিল। কিন্তু গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। বর্তমানে ১৪ কেজির ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম দিল্লিতে ৮০৩ টাকা, কলকাতায় ৮২৯ টাকা এবং মুম্বাইতে ৮০২.৫০ টাকা। এবার সেই নিয়ে এক বড় তথ্য তুলে ধরলেন সুরেশ গোপী।
৬০ শতাংশ গ্যাস আমদানি ভারতের
সূত্রের খবর সম্প্রতি লোকসভায় বিরোধী দলের তরফে এলপিজি গ্যাস সিলিন্ডার সংক্রান্ত এক প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের জবাবে, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী এক লিখিত উত্তরে জানান যে দেশে এলপিজির দাম আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সম্পর্কিত। এদিকে ভারত তার গার্হস্থ্য এলপিজি ব্যবহারের প্রায় ৬০ শতাংশ আমদানি করে। সব মিলিয়ে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম যেখানে ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেখানে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের সস্তা দামে গ্যাস সিলিন্ডার সরবরাহ করছে।
কী বলছেন মন্ত্রী সুরেশ গোপী?
এছাড়াও এদিন লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন যে, কেন্দ্রীয় সরকার ২০২৩ সালের আগস্ট থেকে ৯০৩ টাকা দামের গ্যাস সিলিন্ডার ৫০৩ টাকায় সরবরাহ করছে। এদিকে যেখানে ১৪.২ কেজির ঘরোয়া গ্যাস সিলিন্ডার ৮০৩ টাকায় পাওয়া যাচ্ছে। সেখানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা এই সিলিন্ডারটি ৫০৩ টাকায় পাচ্ছেন। অর্থাৎ দেশ জুড়ে ১০.৩৩ কোটিরও বেশি সুবিধাভোগী এই প্রকল্পের সুবিধা ক্রমেই পেয়ে চলেছে। তার উপর এর বাইরে, কিছু রাজ্য সরকার এলপিজি রিফিলের উপর আবার অতিরিক্ত ভর্তুকি দিচ্ছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |