মাসের প্রথম দিনেই সুখবর, অনেকটাই কমল LPG সিলিন্ডারের দাম! রইল কলকাতার রেট

Published:

Liquefied petroleum gas
Follow

আজ বুধবার থেকে নতুন মাস পড়ে গেল। আজ ১ মে, মাসের প্রথম দিন বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রের মোদী সরকার। দীর্ঘ কয়েক মাস ধরে দাম ঊর্ধ্বমুখী থাকার পর আজ নতুন করে রান্নার গ্যাসের দাম কমিয়ে দিল সরকার। হ্যাঁ ঠিকই শুনেছেন।

জানা গিয়েছে, বুধবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে দিয়েছে সরকার। ব্যবসায়িক গ্যাস সিলিন্ডারের দাম এবার ১৯ টাকা কমিয়ে দেওয়া হল। এখন এই দাম কমানোর ফলে এখন সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৮৫৯ টাকায়। সেখানে এপ্রিল মাসের শেষ দিন অবধি এই দাম ছিল ১৮৭৯ টাকা। আপনিও কি কলকাতার বাসিন্দা? আপনিও কি জানতে কৌতূহলী যে এবার এখানে কত টাকায় বিক্রি হচ্ছে LPG সিলিন্ডার? তাহলে বিষদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির।

তবে আগে আপনাদের জানিয়ে রাখি, ভোটের মুখে এলপিজি গ্যাসের দাম কমলেও ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনোরকম পরিবর্তন ঘটেনি। আজ থেকে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম কার্যকর হয়েছে। অর্থাৎ আপনি যদি আজ একটি সিলিন্ডার অর্ডার করেন তাহলে নতুন রেটে সিলিন্ডার পাবেন।

এক ঝলক দেখে নিন আপনার শহরে এবার কত টাকায় বিক্রি হবে LPG গ্যাস সিলিন্ডার…

১) আগে রাজধানী দিল্লিতে একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৭৬৪.৫০ টাকা। আজ থেকে এগুলোর দাম কমে দাঁড়ালো ১৭৪৫.৫০ টাকায়।

২) কলকাতায় আগে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১,৮৭৯ টাকা। তবে এখন ১৯ টাকা কমে বিক্রি হচ্ছে ১,৮৫৯ টাকায়।

৩) মুম্বইয়ে একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৭১৭.৫০ টাকা। আজ থেকে এই দাম হল ১৬৯৮ টাকা।

৪) ১৯ টাকা কমে চেন্নাইয়ে কমার্শিয়াল সিলিন্ডারের দাম আজ থেকে ১,৯১১.০০ টাকা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join