ডিসেম্বরে জোরকা ঝটকা, বাড়ল LPG সিলিন্ডারের দাম! নয়া রেট জারি

Published on:

lpg price hiked for december see new prices

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমানে দেশের প্রতিটা মধ্যবিত্ত বাড়িতেই এলপিজি (Liquefied petroleum gas) গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করা হয়। তাছাড়া ব্যবসায়িক প্রতিষ্ঠানেও LPG সিলিন্ডারের ব্যবহার করা হয়। এই গ্যাসের দাম প্রতিমাসের শুরুতেই বদল হয়। যেটা মধ্যবিত্ত পরিবারের মাসিক খরচের উপর ব্যাপক প্রভাব ফেলে। সম্প্রতি ডিসেম্বর মাসের গ্যাসের দাম প্রকাশ্যে এসেছে। বাড়ল নাকি কমল? চলুন দেখে নেওয়া যাক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ডিসেম্বরের এলপিজি সিলিন্ডারের দাম । LPG Gas Cylinder Price for December

রাত পোহালেই ডিসেম্বর মাস শুরু, তবে তার আগেই প্রকাশ্যে এল নতুন মাসের গ্যাসের দাম। মধ্যবিত্ত পরিবারর জন্য কিছুটা স্বস্তির খবর মিলেছে। দাম কমানো না হলেও বাড়ানো হয়নি, অর্থাৎ যেমন ৮২৯ টাকা ছিল সেটাই থাকছে। তবে মুশকিল হল কমার্শিয়াল সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে।

বাড়ল কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম

যেমনটা জানা যাচ্ছে কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা ৫০ পয়সা বাড়ানো হল। অর্থাৎ নভেম্বর মাসে যেখানে ১৯ কেজি সিলিন্ডার নেওয়ার জন্য কলকাতায় ১৯১১.৫০ টাকা খরচ হত, সেখানে ডিসেম্বর থেকে ১৯২৭ টাকা খরচ হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এর ফলে যে সমস্ত ব্যবসা বা খাবারের দোকানে কমার্শিয়াল সিলিন্ডার ব্যবহার হত সেখানে উৎপাদন খরচ বাড়বে। ফলস্বরূপ খাবারের দোকানের  খাদ্যদ্রব্যের দাম বাড়তে পারে। আগামীকাল অর্থাৎ রবিবার থেকেই নতুন দাম কার্যকর হবে। তাই যারা এখনও কমার্শিয়াল সিলিন্ডার বুকিং করার কথা ভাবছেন তাঁরা এখুনি বুকিং সেরে ফেলতে পারেন। তাহলে কিছু টাকা বেঁচে যেতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group