উত্তর ভারতে প্রথম, সম্পূর্ণ মহিলাদ্বারা পরিচালিত স্টেশন হয়ে উঠল লখনউ সিটি

Published:

lucknow city
Follow

সহেলি মিত্র, কলকাতা: আবারও জয় হল নারী শক্তির। নজির গড়ল ভারতীয় রেল। জানলে গর্ববোধ করবেন, উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের লখনউ সিটি রেলওয়ে স্টেশন (Lucknow City) উত্তর ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত রেলওয়ে স্টেশনে পরিণত হয়েছে। সুপারিনটেনডেন্ট থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী পর্যন্ত এই স্টেশনের সমস্ত কমান্ড পরিচালনা করছেন ৩৪ জন মহিলা। লখনউয়ের ১০টি রেলওয়ে স্টেশনের মধ্যে এটিই একমাত্র রেলওয়ে স্টেশন, যা সম্পূর্ণ মহিলা রেলওয়ে স্টেশনে পরিণত হয়েছে।

সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত হচ্ছে লখনউ সিটি রেলওয়ে স্টেশন

এই প্রসঙ্গে এনইআর লখনউয়ের ডিআরএম গৌরব আগরওয়াল জানিয়েছেন যে এই স্টেশনে ৩৪ জন মহিলা কর্মী রয়েছেন। স্টেশনটির দায়িত্ব নিয়েছেন সিনিয়র রেলওয়ে অফিসার বর্ষা শ্রীবাস্তব, যিনি এই স্টেশনের সুপারিনটেনডেন্ট। এই বর্ষা শ্রীবাস্তব অতীতে কানপুরের বাদশানগর এবং আনোয়ারগঞ্জ স্টেশনে নিজের দায়িত্ব পালন করেছেন। যাইহোক, স্টেশনটিকে সম্পূর্ণ মহিলা স্টেশন ঘোষণা করার আগে, ২৭শে সেপ্টেম্বর একটি ট্রায়াল শুরু হয়েছিল। ট্রায়ালটি সম্পূর্ণ সফল হয়েছিল। পরবর্তীকালে, ধনতেরাসের আগের দিন অর্থাৎ ১৭ই অক্টোবর স্টেশনটিকে সম্পূর্ণ মহিলা স্টেশন ঘোষণা করা হয়।

দীপাবলির সময় আচমকা কেন লখনউ সিটি স্টেশনটিকে সম্পূর্ণ মহিলা রেলওয়ে স্টেশন করা হল? স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। এই ঘটনার পিছনের কারণ সম্পর্কে, ডিআরএম গৌরব বলেন যে যেহেতু দীপাবলি নারী শক্তির জন্য একটি শুভ সময়, তাই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছিল।

নারী শক্তির জয়জয়কার

রেলওয়ে জানিয়েছে যে লখনউ সিটি রেলওয়ে স্টেশন উত্তর ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা স্টেশন হয়ে ওঠা নারী ক্ষমতায়নের একটি নতুন এবং অনন্য উদাহরণ। ভবিষ্যতে, প্রয়োজন অনুসারে স্টেশনে আরও সুযোগ-সুবিধা যুক্ত করা হবে। এই স্টেশনটি অমৃত ভারত রেলওয়ে স্টেশন প্রকল্পের আওতায়ও পড়ে। স্টেশনে সুপারিনটেনডেন্ট, টিটিই, আরপিএফ কর্মী, টিকিট উইন্ডো, অনুসন্ধান, পয়েন্টসম্যান, সিগন্যালিং, ওয়েটিং রুম এবং ক্যাটারিং সহ বিভিন্ন বিভাগে মহিলারা নিযুক্ত আছেন।

সবথেকে বড় কথা, উত্তর-পূর্ব রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা পঙ্কজ কুমার সিং এবং লখনউ ডিভিশনের জনসংযোগ কর্মকর্তা মহেশ গুপ্ত বলেছেন যে, নারী ক্ষমতায়নে রেলওয়ের এটি একটি অভূতপূর্ব পদক্ষেপ। প্রাথমিকভাবে বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও, মহিলারা পিছপা হননি, বরং স্বেচ্ছায় এগিয়ে এসে উত্তরপ্রদেশের প্রথম সম্পূর্ণ মহিলা স্টেশন পরিচালনার অংশ হয়ে ওঠেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join