শ্বেতা মিত্রঃ দেশ জুড়ে সবথেকে বেশি বিক্রি হওয়া একের পর ওষুধ গুণমান পরীক্ষায় রীতিমতো ডাহা ফেল হয়ে গেল। আর যে ওষুধগুলো কেন্দ্রীয় পরীক্ষায় ডাহা ফেল হয়েছে সেগুলোর নাম শুনলে হয়তো আঁতকে উঠবেন আপনিও। বেশিরভাগ যে ওষুধগুলো পরীক্ষায় ফেল হয়েছে সেগুলি সাধারণ মানুষের বাড়িতে হামেশাই থাকে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোন কোন ওষুধ গুলো পরীক্ষায় একেবারে ফেল করেছে? তাহলে সেগুলির নাম জানতে চোখ রাখুন আজকের এইটা লেখাটির ওপর।
পরীক্ষায় ডাহা ফেল প্যারাসিটামল থেকে প্যান ডি
জানলে অবাক হবেন কেন্দ্রীয় পরীক্ষায় একেবারে ডাহা ফেল করেছে প্যারাসিটামল থেকে প্যান ডি-র মতো নিত্য প্রয়োজনীয় কিছু ওষুধ। এইটা ওষুধগুলোর গুণগুত মান যে এতটা পরিমাণে খারাপ হতে পারে সে সম্পর্কে হয়তো কেউ স্বপ্নেও ভাবতে পারেননি। এই তালিকায় রয়েছে প্যারাসিটামলসহ ৫৩টি ওষুধ। এই ওষুধগুলির মধ্যে ভিটামিন, চিনি এবং রক্তচাপের পাশাপাশি কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে। সম্প্রতি সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা CDSCO- র তরফে এইটা সম্পর্কে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। আর এইটা রিপোর্ট দেখেই চোখ কপালে উঠেছে দেশবাসীর। হয়তো ভাবতেও পারিনি যে একদিন এরকম রিপোর্টও দেখতে হতে পারে।
মান পরীক্ষায় ব্যর্থ ৫৩ ওষুধ
আশ্চর্যজনকভাবে, অনেক বিখ্যাত এবং বড় কোম্পানির ওষুধগুলিও এমন ওষুধের অন্তর্ভুক্ত রয়েছে যা গুণমান পরীক্ষায় একদম মুখ থুবড়ে পড়েছে। যেমন সান ফার্মার প্যান্টোসিড ট্যাবলেট (অ্যাসিড রিফ্লাক্সের চিকিৎসায় ব্যবহৃত), ক্যালসিয়াম ও ভিটামিন-ডি ট্যাবলেট, শেলকাল ও পালমোসিল ইনজেকশনও ব্যর্থ হয়েছে। অ্যালকেম হেলথের অ্যান্টিবায়োটিক Calavam 625ও গুণমান পরীক্ষায় খুব খারাপভাবে ব্যর্থ হয়েছে।
CDSCO -র তরফে জারি করা তালিকা অনুসারে, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ৩ পরিপূরক, উচ্চ রক্তচাপ এবং অ্যান্টি-ডায়াবেটিস ওষুধ পরীক্ষায় ব্যর্থ হয়েছে। সেইসঙ্গে হেটেরো ড্রাগস, অ্যালকেম ল্যাবরেটরিজ, হিন্দুস্তান অ্যান্টিবায়োটিকস, কর্ণাটক অ্যান্টিবায়োটিকস এবং ফার্মাসিউটিক্যালসের মতো বড় সংস্থাগুলি এই ওষুধগুলি তৈরি করে যেগুলি কিনা ব্যর্থ হয়েছে।সিডিএসসিও ৫৩টি ওষুধের গুণমান পরীক্ষা করেছিল, যার মধ্যে থেকে ৪৮ টি ওষুধের তালিকা প্রকাশ করা হয়েছে। এদিকে ৫৩টি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে ৫টি জানিয়েছে, এটি তাদের ওষুধ নয়, বাজারে প্রতিষ্ঠানটির নামে নকল ওষুধ বিক্রি হচ্ছে।