শ্বেতা মিত্র, কলকাতা: এই বছরেই ভাল খবর পেয়ে যেতে পারেন কেন্দ্রীয় সরকারী কর্মীরা, তাও আবার ডিএ (Dearness Allowance) নিয়ে। বিষয়টা এখনই নিশ্চিত না হলেও সুখবর পাওয়ার সম্ভবনা রয়েছে। সম্প্রতি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ বিষয়টা DA সংক্রান্ত। ডিএ কবে বাড়ছে, কতটা বেতন বাড়বে, নতুন বেতন কমিশন কবে কার্যকর হতে পারে ইত্যাদি এক ঝাঁক প্রশ্ন এখন রয়েছে। উত্তর মিলতে পারে দ্রুত, রিপোর্টে উঠে এসেছে এমন সম্ভাবনার কথা।
DA সহ একগুচ্ছ বিষয় নিয়ে আলোচনা
ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠন করার ব্যাপারে সম্মতি জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। কিন্তু কমিশন কবে গঠন করা হবে সে ব্যাপারে এখনো কিছু বলা হয়নি। আর বলা হয়নি বলেই কেন্দ্রীয় সরকারী কর্মীদের মনে রয়ে গিয়েছে এক রাশ প্রশ্ন। মনে করা হয়েছিল বাজেট ২০২৫ ঘোষণা করার সময়েই হয়তো অষ্টম বেতন কমিশন গঠন করার ব্যাপারে কিছু ঘোষণা করা হবে। সেটাও হয়নি। ফলে প্রশ্ন রয়ে গিয়েছে।
সরকারের পক্ষ থেকে কমিশন গঠন করার ব্যাপারে কিছু না জানানোর পরেও রয়েছে ইতিবাচক খবর। সেটা হল এক্সপেন্ডিচার সেক্রেটারি মনোজ গোভিল সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বলেছেন, “২০২৬ সালের এপ্রিল থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা। তার আগে কমিশন গঠন হবে, সরকার সব অনুমোদন করতে পারে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, ডিওপিটি (কর্মী ও প্রশিক্ষণ বিভাগ) থেকে টার্মস অফ রেফারেন্স নিয়ে মতামত চেয়েছি। আমরা একবার তাঁদের মতামত জানতে পারলে টার্ম সঅফ রেফারেন্স ড্রাফট করা হবে। এরপর ক্যাবিনেটের কাছে এর জন্যে অনুমোদন চাওয়া হবে।
মিলতে পারে বড় সুখবর
ডিএ বৃদ্ধি পেলে কর্মীদের পাশাপাশি যারা পেনশন পাচ্ছেন, তাঁরাও উপকৃত হবেন। ডিএ কতটা বৃদ্ধি হবে, সেটা নির্ভর করছে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর। এই ফিটমেন্ট ফ্যাক্টর হল একটা সংখ্যা, এটা যত বেশি হবে, কর্মী ও পেনশনভোগীরা ততো বেশি উপকৃত হবেন। এ প্রসঙ্গে জেনে রাখা ভালো, পেনশন এবং অন্যান্য সুবিধা কীসের ভিত্তিতে ঠিক করা হবে, তা নিয়ে আলোচনা করতে ১০ ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
আরও পড়ুনঃ এপ্রিলে লাগু হচ্ছে অষ্টম পে কমিশন, কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য বড় খবর
আলোচনায় উপস্থিত ছিলেন ন্যাশনাল কাউন্সিল ফর জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (এনসি জেসিএম)-এর স্থায়ী কমিটির কর্মীরা। কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা আশাবাদী যে এবার ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২-২.০৮ রেঞ্জে বাড়ানো হতে পারে। যদিও এটা চূড়ান্ত নয়। সিদ্ধান্ত নেবে সরকার।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |