বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ এলো বড় খবর! বদলে যাচ্ছে মেট্রোর সময়? শোনা যাচ্ছে, এবার ভোর 4টে থেকে চলবে মেট্রো। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত কর্তৃপক্ষের (Metro Railway)? খোঁজ নিয়ে জানা গেল, মূলত আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে যোগপ্রেমীদের জন্য বিশেষ দিনে ভোর 4টে থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। মূলত প্রায় সমস্ত রুটেই একই নিয়ম জারি করার পথে মেট্রো কর্তৃপক্ষ।
ভোর 4টে থেকে শুরু হবে মেট্রো পরিষেবা
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, মূলত আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে যোগ ব্যায়ামের সাথে যুক্ত সকল ব্যক্তিদের সুবিধার কথা মাথায় রেখে আগামীকাল অর্থাৎ 21 জুন দিল্লি মেট্রোর সমস্ত রুটে ভোর 4টে থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। হ্যাঁ, সম্প্রতি একটি সরকারি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।
সম্প্রতি দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশন জানায়, চলতি বছরের 21 জুন অর্থাৎ শনিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে যোগপ্রেমীদের জন্য শহরের সমস্ত মেট্রো রুটে ভোর 4টে থেকে শুরু হয়ে যাবে পরিষেবা। দিল্লি মেট্রোর বিবৃতি অনুযায়ী, ভোর 4টেতে মেট্রো পরিষেবা শুরু হওয়ার পর প্রতি 30 মিনিট অন্তর প্রতিটি লাইনে চলবে ট্রেন।
অবশ্যই পড়ুন: ভারত হবে বিমান চলাচলের পরাশক্তি! ফ্রান্সের সাথে বিরাট চুক্তি সারলেন অনিল আম্বানি
বাকি দিনগুলিতে মেট্রোর সময় এক থাকবে
দিলি মেট্রো কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে, শনিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে যোগ ব্যায়ামের সাথে যুক্ত ব্যক্তিদের বিশেষ সুবিধা দিতে ভোর 4টে থেকে মেট্রো পরিষেবা চালু করা হচ্ছে। আসলে এদিন প্রধান অনুষ্ঠান অর্থাৎ যোগ সঙ্গম শুরু হবে ভোর সাড়ে 6টা থেকে চলবে সকাল 7টা 45 মিনিট পর্যন্ত।
ফলত, শহরের সকল যোগ-প্রেমীরা যাতে ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেন সে জন্যই ভোর ভোর মেট্রো পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শনিবারের পর বাকি সব দিন সাধারণ সময়েই চলবে মেট্রো।