প্রীতি পোদ্দার, কলকাতা: মিড ডে মিলের (Mid Day Meal) বরাদ্দ নিয়ে দীর্ঘ দিনের সংঘাত রয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। ছাত্র ছাত্রীদের পুষ্টি জোগানের তাগিদে যেখানে মরিয়া হয়ে উঠছে রাজ্য সরকার সেখানে বরাদ্দ বৃদ্ধিতে খানিক পিছুপা হচ্ছে কেন্দ্র। এমনিতেই আবাস যোজনা, ১০০ দিনের কাজ এর মত প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র তার উপর মিড ডে মিলের ক্ষেত্রেও বরাদ্দ বৃদ্ধি নিয়ে চলছে দ্বন্দ্ব। তার উপর জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। আর এবার তাই এই মূল্যবৃদ্ধির কারণে ফের আরও এক বার মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদীর সরকার।
বাড়ানো হল মিড ডে মিলের বরাদ্দ
শেষবার মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার গত নভেম্বরে। সেই সময়ে প্রাথমিকে বেড়েছিল ৭৪ পয়সা, উচ্চ প্রাথমিকে বেড়েছিল ১ টাকা ১২ পয়সা। কিন্তু তাতে যে লাভের লাভ কিছুই হচ্ছে না তা নিয়ে বেশ সুর চড়িয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এমনকি সেই সময় খুশি হয়নি শিক্ষমহলের একাংশ। আসলে এইমুহুর্তে বাজারে প্রত্যেকটি দ্রব্যের দাম কার্যত আগুন। দিনের পর দিন জিনিসপত্রের দাম যেন বেড়েই চলেছে। তাতে এইটুকু টাকায় পড়ুয়াদের পুষ্টি বৃদ্ধি কোনোভাবেই সম্ভব নয়। আর এই আবহে ঠিক পাঁচ মাসের মাথায় ফের বাড়ল মিড ডে মিলের বরাদ্দ।
বরাদ্দ বৃদ্ধিতেও অখুশি শিক্ষামহলের একাংশ
জানা গিয়েছে কেন্দ্রের এই বরাদ্দ বৃদ্ধি প্রাথমিক এবং উচ্চপ্রাথমিকে মাথাপিছু যথাক্রমে ৫৯ পয়সা এবং ৮৮ পয়সা বৃদ্ধি করা হয়েছে। ফলে প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বেড়ে হল ৬ টাকা ৭৮ পয়সা। আর উচ্চপ্রাথমিকে হল ১০ টাকা ১৭ পয়সা। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা গিয়েছে আগামী ১ মে থেকে এই নির্দেশ লাগু হবে। কিন্তু এই সামান্য বৃদ্ধিতেও একেবারেই খুশি নয় শিক্ষামহলের একাংশ। তাঁদের দাবি, এই সামান্য বৃদ্ধির সে অর্থে কোনও প্রভাবই পড়বে না। এমনকি শিশুদের পুষ্টি বৃদ্ধিতে কোনও লাভই হবে না। তাদের দাবি, পুষ্টিকর খাবারের জন্য বরাদ্দ আরও বৃদ্ধির প্রয়োজন রয়েছে।
উল্লেখ্য ২০২৪ এর আগে ২০২২-এর ১ অক্টোবর বরাদ্দ বৃদ্ধি করেছিল কেন্দ্র। তখন প্রাথমিকে বরাদ্দ বাড়িয়ে ৫.৪৫ টাকা এবং উচ্চ প্রাথমিকে ৮.১৭ টাকা করা হয়েছিল। দীর্ঘ দাবির জেরে তার ২৬ মাস পর গত নভেম্বরে বেড়েছিল বরাদ্দ। এইমুহুর্তে অগ্নিমূল্য বাজারের কারণে পাঁচ মাসের মাথায় ফের বাড়ল বরাদ্দ। যদিও অনেকের মতে লাভের লাভ কিছুই হয়নি। এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘বর্তমান অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার মিড-ডে মিলের রান্নার খরচের বরাদ্দ কিছুটা বাড়িয়েছে। কিন্তু যে পরিমাণ অর্থ বাড়িয়েছে, তা চরম মূল্যবৃদ্ধির বাজারে খুব একটা কার্যকর হবে বলে মনে হয় না। তাই প্রাথমিকের ক্ষেত্রে মাথাপিছু অন্তত ১০ টাকা এবং উচ্চপ্রাথমিকের ক্ষেত্রে ১৫ টাকা করা উচিত।’’
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |