অসাধ্য সাধন ISRO-র, মহাকাশে শস্য ফলালেন বিজ্ঞানীরা! ভারতের মুকুটে নয়া পালক

Published on:

isro harvesting in space

শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন বছর শুরু হতে না হতেই বিরাট চমক দিল ইসরো (Indian Space Research Organisation)। আবারও ভারতের এই মহাকাশ গবেষণা কেন্দ্রটি এমন এক অসাধ্য সাধন করে দেখাল যারপরে সকলে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। চন্দ্রযান ৩, আদিত্য এল ১ মিশনের সাফল্যের সময়ে ISRO-কে নিয়ে যেমন আলোচনার শেষ ছিল না, এবারেও সেটার ব্যতিক্রম ঘটল না বৈকি। জানলে আকাশ থেকে পড়বেন, এবার মহাকাশে কার্যত শস্য ফলিয়ে ফেললেন ইসরোর বিজ্ঞানীরা। নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মহাকাশে শস্য ফলাল ISRO!

একটি পরীক্ষায়, ভারতীয় বিজ্ঞানীরা মহাকাশে লোবিয়ার বীজ (Cowpea) অঙ্কুরিত করতে সফল হয়েছেন। এখন এই চারাটি তার প্রথম সবুজ পাতা গজিয়ে ফেলেছে। লোবিয়ার এই বীজগুলি PSLV-C60 POEM-4-এর ‘কমপ্যাক্ট রিসার্চ মডিউল ফর অরবিটাল প্ল্যান্ট স্টাডিজ’ (ক্রপস)-এ রাখা হয়েছে বলে খবর।

আসলে এই POEM-4 হল মহাকাশে ভারতের প্রথম রোবোটিক শাখা। ক্রপস মডিউলটিতে, বীজগুলি একটি নিয়ন্ত্রিত পরিবেশে স্থাপন করা হয়েছিল, যেখানে তাদের বৃদ্ধি প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছিল পৃথিবী থেকে। এই প্রক্রিয়া চলাকালীন চারাগুলি কেবল অঙ্কুরোদগমই হয়নি, এরইসঙ্গে প্রথম পাতাও বিকাশ করেছে। এই মডিউলটি মহাকাশে উদ্ভিদের বৃদ্ধি এবং তাদের ব্যবহারিকতা বোঝার জন্য ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছে ইসরো।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ইসরোর মুকুটে নয়া পালক

আসলে দেশবাসীর নজর এড়িয়ে প্রায়শই কিছু মিশন লঞ্চ করে থাকে ইসরো। যার মধ্যে অন্যতম হল PSLV -C60 POEM-4। এই অভিযানের আওতায় সম্প্রতি মহাকাশে ২৪টি পেলোড মহাকাশে পাঠায় ISRO। আর এই অভিযানেই শস্য ফলানোর লক্ষ্য নেওয়া হয়। আর সেই কাজে যে ইসরো সাফল্য পেয়েছে সেটা বলাই চলে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group