বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড় খবর! ফের জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলেছে ভারতীয় সেনাবাহিনীর। সূত্রের খবর, দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে মঙ্গলবার সকাল নাগাদ, বেশ কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পান সেনারা।
গুপ্তচর মারফত সেই খবর কানে আসতেই আধা সামরিক বাহিনীর সাথে হাতে হাত মিলিয়ে প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ের বিভিন্ন এলাকায় ও সোপিয়ানে তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনা। সূত্রের যা খবর, ওই এলাকায় অন্তত 4 জন জঙ্গি লুকিয়ে ছিল। আর তাঁদের টিকি খুঁজে বের করতেই সন্ত্রাসীদের সাথে গুলির লড়াইয়ে জড়িয়ে যায় ভারতীয় সেনাবাহিনী।
লস্কর-ই-তৈবার সঙ্গে যোগ রয়েছে জঙ্গিদের
বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে লুকিয়ে থাকা ওই জঙ্গিদের সাথে পাকিস্তানের কুখ্যাত সন্ত্রাসবাদি সংগঠন লস্কর-ই-তৈবার যোগ রয়েছে বলেই অনুমান করছেন অনেকেই। যদিও সেনাবাহিনীর তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট মন্তব্য আসেনি।
জব্দ হয়েছে 3 জঙ্গি
মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে, দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের শুকরু কেল্লার এলাকায় বেশ কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় ভারতীয় সেনা জাওয়ানরা। আর এরপরই শুরু হয় আধা সামরিক বাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর যৌথ তল্লাশি অভিযান। জঙ্গিরা কাছাকাছি চলে আসছে জানতে পেরেই সন্ত্রাসীদের সাথে চলে দীর্ঘ গুলির লড়াই।
অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের সংসার ভাঙতে চলেছে এই বিদেশি ক্লাব! চলে যাচ্ছেন বড় তারকা!
শেষ পর্যন্ত ভারতীয় সেনা কর্মীদের তরফে নিশ্চিত করা হয়েছে যে, সেনাবাহিনী ও আধা সামরিক সামরিক বাহিনীর যৌথ অভিযানে 3 সন্ত্রাসীকে কোণঠাসা করা গিয়েছে। সূত্র বলছে, খুব সম্ভবত পাক মদদপুষ্ট জঙ্গিরা কঠোর নিরাপত্তা বেষ্টনী থেকে পালানোর চেষ্টা করছিল, আর ঠিক সেই সময়ে সেনাবাহিনীদের উদ্দেশ্যে গুলি ছুঁড়তে শুরু করে তারা। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় জাওয়ানরাও।