কেরলকে টপকে ১০০% স্বাক্ষরতার রাজ্যের তকমা অর্জন করলো মিজোরাম! বাংলা কোথায়?

Published:

Mizoram
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: “আমাদের রাজ্যে আর কোন নিরক্ষর নেই। 100% মানুষই এবার শিক্ষিত।” – মিজোরামের (Mizoram) মুখ্যমন্ত্রী লালডুহোমার এই এক ঘোষণায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। এবার কেরলকে পিছনে ফেলে দেশের সবথেকে শিক্ষিত রাজ্যের তকমা পেয়েছে মিজোরাম। শতভাগ সাক্ষরতার মাইলফলক স্পর্শ করেছে দেশের এই ছোট্ট রাজ্যটি।

75 বছরের শিক্ষাযাত্রা

স্বাধীনতার সময় অর্থাৎ, 1947 সালে দেশের সাক্ষরতার হার ছিল মাত্র 12%। আর সেই দুর্গম পথ কাটিয়ে এসে আজ 2025 সালে ভারতের গড় সাক্ষরতার হার দাঁড়িয়েছে 74.30%। যদিও এটি 2018 সালের হিসাব অনুযায়ী। এর মাঝেই মিজোরামের এই কৃতিত্ব নিঃসন্দেহে ঐতিহাসিক সাফল্য।

প্রসঙ্গত, মিজোরাম এমন একটি রাজ্য, যেখানে বহু বছর ধরেই শিক্ষার হার ছিল উচ্চ লেভেলে। তবে 2025-এ এসে সেই সাক্ষরতার হার পৌঁছে গেল এক্কেবারে 100%-এ। মুখ্যমন্ত্রীর কথায়, এই রাজ্যে এখন প্রতিটি নাগরিকই স্বাক্ষর। মিজোরাম এখন পুরোপুরি শিক্ষিত রাজ্য।

ভারতের অন্যান্য রাজ্যের সাক্ষরতা চিত্র

বেশ কয়েকটি সূত্র ঘেঁটে জানা গেল, সাক্ষরতার নিরিখে ভারতের মধ্যে শীর্ষস্থান দখল করেছে এখন মিজোরাম, যেখানে 100% নাগরিকই শিক্ষিত। দ্বিতীয় স্থানে নেমে এসেছে কেরল, যেখানে বর্তমানে 93.91% নাগরিক শিক্ষিত। তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা, যেখানে 87.75% নাগরিক শিক্ষিত। এরপর রয়েছে গোয়া, যেখানে 87.40% শিক্ষিত। 

এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাক্ষাদ্বীপ 92.28% সাক্ষরতার হার অর্জন করেছে, দিল্লি 86.30% সাক্ষরতার হার অর্জন করেছে এবং চন্ডিগড়ের সাক্ষরতার হার 86.05%।

আরও পড়ুনঃ জামাই ষষ্ঠীর আগে কমল সোনার দাম, রুপোও শোনাচ্ছে সুখবর! রইল আজকের রেট

বাংলার অবস্থান কোথায়?

অন্যান্য রাজ্যগুলির সাক্ষরতার হার যেখানে প্রায় 90-এর গণ্ডি পার করেছে, সেখানে পশ্চিমবঙ্গে এই হার যথেষ্ট সংকটজনক। সূত্র মারফত জানা গেল, পশ্চিমবঙ্গে বর্তমানে সাক্ষরতার হার মাত্র 76.26%, যা জাতীয় গড়ের তুলনায় সামান্য কিছুটা বেশি। এখানে পুরুষদের মধ্যে সাক্ষরতার হার 81.69% এবং মহিলাদের মধ্যে 70.54%।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join