এবার এক ট্রেনেই যাওয়া যাবে মিজোরাম, খুব শীঘ্রই রেলপথে জুড়ছে উত্তরপূর্বের রাজ্য

Published:

Mizoram to be connected to Indian Railways soon
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড় খবর! শীঘ্রই ভারতীয় রেলের (Indian Railways) সাথে জুড়তে চলেছে মিজোরাম! সম্প্রতি উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ভৈরবী সাইরাং নিউ লাইন প্রকল্পের কাজ পরিদর্শন করতে গিয়েছিলেন। সূত্রের খবর, এদিন উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী অরুন কুমার চৌধুরীর সাথে নির্মানাধীন ভৈরবী সাইরাং নিউ লাইন প্রকল্পের পরিদর্শনে ছিলেন রেলের শীর্ষ আধিকারিকরাও।

রেলের পরিদর্শনে অনেকটাই এগোবে কাজ!

বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে সম্প্রতি নিউ লাইন প্রকল্পে যে পরিদর্শন পর্ব চলেছে তাতে উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা নির্মানাধীন নিউ লাইন প্রকল্পের ওয়ার্ক সাইট পরিদর্শন করতে গিয়ে প্রকল্পটির কাউনপুই, মুয়ালখাং স্টেশন, সাইরাং স্টেশন ইয়ার্ড, টানিল ও সেতু নির্মাণের কাজ পরিদর্শন করেছেন।

জানা গিয়েছে, পরিদর্শনের সময় উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ বাবু সাব্রুম থেকে আগরতলা স্টেশন পর্যন্ত একটি উইন্ডো ট্রেইলিংও পরিদর্শন করেন। মূলত পায়ে হেঁটে অন্যান্য শীর্ষ আধিকারিকদের নিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী দক্ষিণের স্টেশন সাব্রুম পরিদর্শনের কাজ শেষ করেন তিনি। সূত্রের খবর, অরুণবাবু এদিন সাব্রুম ল্যান্ড পোর্ট পরিদর্শন করার মাধ্যমে দুই দেশের লজিস্টিক বৃদ্ধি করার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি অর্থনৈতিক সুযোগ বাড়াতে বিশেষ পদক্ষেপ রাখেন। মনে করা হচ্ছে রেলের আকস্মিক পরিদর্শনের ফলে প্রকল্পের কাজ আরও দ্রুত গড়াবে।

মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন রেলের জিএম

বেশ কিছু সূত্র মারফত খবর, ভৈরবী সাইরাং নিউ লাইন প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে সাব্রুম পরিদর্শন করে শেষ পর্বে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে রাজ্যের উন্নতি ও রেল ব্যবস্থার মাধ্যমে রাজ্যের সাথে অন্যান্য অঞ্চলের যোগাযোগ বৃদ্ধির বিষয়ে গভীর আলোচনা করেছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার শ্রী অরুণ কুমার চৌধুরী। জানা যায়, এদিন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে জেনারেল ম্যানেজারের পাশাপাশি উপস্থিত ছিলেন রেলের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরাও।

শ্রীঘ্রই ভারতীয় রেলের সাথে জুড়বে মিজোরাম?

বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, মিজোরামের আইজলকে দেশের অন্যান্য অংশের সাথে যুক্ত করতে নির্মানাধীন 51.38 কিলোমিটারের ভৈরবী সাইরাং নিউ রেল লাইন প্রকল্পটি রেলের পরিদর্শনের পর একপ্রকার সমাপ্তির পর্যায়ে পৌঁছেছে। মনে করা হচ্ছে, উত্তর পূর্ব-পশ্চিম রেলের শীর্ষ আধিকারিকদের পরিদর্শন পর্ব শেষ হওয়ার পরই এবার একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলবে কাজ।

আরও পড়ুনঃ ১৫ বছরের প্রতীক্ষার অবসান, বাংলার হারিয়ে যাওয়া এই রেলপথে এ মাসেই শুরু পরিষেবা

যার জেরে আশা করা যায় খুব শীঘ্রই মিজোরামের সাথে রেলপথে দেশের অন্যান্য অংশকে সংযুক্ত করা সম্ভব হবে। উল্লেখ্য, এই নতুন রেললাইন প্রকল্পটি মূলত চারটি বিভাগে বিভক্ত। জানা যাচ্ছে, ভৈরবী-হর্তকি, হর্তকি-কাউনপুই, কাউনপুই-মুয়ালখাং এবং মুয়ালখাং-সাইরাং এই 4 সেকশনে ভাগ করা হয়েছে নতুন রেল প্রকল্পটিকে। যদিও ভৈরবী-হর্তকি লাইন গত বছরই চালু করা হয়েছে ভারতীয় রেলের তরফ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join