ভারত-পাকিস্তান অশান্তির আবহে ফের মক ড্রিল! এবার কোন কোন রাজ্যে? দেখুন তালিকা

Published:

Mock Drill
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আবারো বাজছে যুদ্ধের দামামা! ভারত-পাকিস্তান টানাপোড়েনের আবহে ফের জারি হচ্ছে মক ড্রিল (Mock Drill)! হ্যাঁ, সীমান্তে ফের উস্কানিমূলক পদক্ষেপ নিচ্ছে সন্ত্রাসের দেশ। যদিও ভারত সরকার প্রস্তুতিতে কোনোরকম খামতি রাখছে না। আর তার জেরেই পুনরায় মক ড্রিলের পদক্ষেপ।

ফের মক ড্রিলের নির্দেশ

সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে গুজরাট, পাঞ্জাব, রাজস্থান এবং জম্মু-কাশ্মীরের মতো রাজ্যে যুদ্ধ মহড়ার প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নির্দেশ জারি হওয়ার পর থেকে সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। জানা যাচ্ছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে শুরু হচ্ছে জরুরি অবস্থা মোকাবিলার মহড়া বা মক ড্রিল।

অপারেশন সিঁদুরের পর পরিস্থিতি উত্তপ্ত

সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর গোপন অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে যায়। আর এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। এরপর থেকেই সীমান্তে একাধিকবার ড্রোন হামলা বা ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে সন্ত্রাসের দেশ। যদিও ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে মাঝ আকাশেই প্রতিহত করেছে। আর এহেন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নতুন মহড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

প্রসঙ্গত জানিয়ে রাখি, গত 7 মে কেন্দ্রীয় সরকার 27 টি রাজ্য এবং 8 টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 259 টি স্থানে যুদ্ধ মহড়ার নির্দেশ দিয়েছিল। আর এবার বিশেষভাবে সীমান্তবর্তী 4 টি রাজ্যকে চিহ্নিত করে মক ড্রিলের আয়োজন করা হচ্ছে।

সাধারণ মানুষ কী শিখবে?

জানা যাচ্ছে, এই মক ড্রিলে সাধারণ মানুষকে যুদ্ধকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে বিভিন্ন পদক্ষেপ শেখানো হয়। প্রথমত, বিমান হানার সাইরেন বাজালে কি করা উচিত তা শেখানো হবে। দ্বিতীয়ত, ব্লাকআউট জারি হলে নিজেকে কোথায় রাখতে হবে তা জানানো হয়। তৃতীয়ত, স্কুল বা বাড়িতে থাকাকালীন বোমা হামলার সময় কীভাবে সুরক্ষিত থাকা যায় তাও জানিয়ে দেওয়া হবে।

এমনকি শুধু সাধারণ মানুষ নয়, বরং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদেরও এই বিশেষ ট্রেনিংয়ে অংশগ্রহণ করানো হচ্ছে। তবে মনে রাখতে হবে, 1971-এর যুদ্ধের পর এই প্রথমবার মক ড্রিলের মাধ্যমে সাধারণ নাগরিকদের সতর্ক করা হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে।

আরও পড়ুনঃ মদ চোরাচালানের অভিযোগে গ্রেফতার ঘোড়া! চলছে পুলিশি তদন্ত

ফের সংঘাতের দিকে এগোচ্ছে ভারত-পাকিস্তান?

যদিও সরকারের পক্ষ থেকে কোনোরকম যুদ্ধের ঘোষণা হয়নি। তবু কেন্দ্র সরকারের একের পর এক পদক্ষেপ এবং সীমান্তে জঙ্গিদের দেশের উস্কানিমূলক আচরণকে ঘিরে সাধারণ মানুষের মনে আবারও আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এখন দেখার, ভবিষ্যতে ভারত-পাকিস্তান সম্পর্ক কোথায় গড়ায়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join