১০০ বজ্র কামান, ১২ টি সুখোই ৩০! ভারতীয় সেনার শক্তি বাড়াতে ১৩,৫০০ কোটির চুক্তি

Published on:

sukhoi 30

স্বেয়া মিত্র, কলকাতাঃ ফের একবার নিজেদের অস্ত্রভাণ্ডারকে সুসজ্জিত করতে চলেছে ভারত। আসলে ভারত এমন এক সিদ্ধান্ত নিয়েছে যার জেরে ভয় বুক কেঁপে যাবে শত্রু দেশগুলির। এমনিতে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিশ্বের বহু দেশ উত্তপ্ত হয়ে রয়েছে। চলছে একের পর এক সংঘর্ষ থেকে শুরু করে যুদ্ধ পরিস্থিতিতে এবার ভারতের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় সে ক্ষেত্রে সব রকম ভাবে তৈরি থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। যার ফলশ্রুতি হিসেবে ভারতীয় বায়ুসেনার জন্য ১২টি সুখোই যুদ্ধবিমান এবং সেনাবাহিনীর জন্য ১০০টি কে-৯ বজ্র স্বয়ংক্রিয় হাউইৎজার বন্দুক কেনার জন্য ২০ হাজার কোটি টাকার প্রতিরক্ষা প্রকল্প অনুমোদন করল ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (Cabinet Committee on Security)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বায়ুসেনার জন্য বিরাট ভাবনা

প্রতিরক্ষা সূত্রে খবর, ‘মেক ইন ইন্ডিয়া’র আওতায় প্রকল্পগুলি অনুমোদন পেয়েছে। এর আওতায় বায়ুসেনার জন্য ১২টি সুখোই-৩০ এমকেআই জেট তৈরি করবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। HAL তাদের নাসিক প্ল্যান্টে এই কাজ করবে। এতে ব্যয় হবে প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা। এ প্রকল্পের আওতায় যুদ্ধবিমান নির্মাণে ব্যবহৃত ৬২.৬ শতাংশ যন্ত্রপাতি হবে দেশীয়। এগুলি বছরের পর বছর ধরে ক্ষতিগ্রস্থ বিমানগুলিকে প্রতিস্থাপন করবে।

বড় দাবি প্রতিরক্ষা মন্ত্রকের

একইভাবে, গুজরাটের হাজিরায় ১০০টি কে-৯ অটোমেটিক হাউইটজার বন্দুক তৈরি করবে লারসেন অ্যান্ড টুব্রো (এল অ্যান্ড টি)। এল অ্যান্ড টি হাউইটজারে দেশীয় উপাদান ব্যবহার করবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি সোশ্যাল মিডিয়া পোস্টে উভয় প্রকল্পের বিষয়টি নিশ্চিত করেছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জানানো হয়েছে, “আমাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আত্মনির্ভরতার দিকে ভারতের যাত্রায় এটি আরও একটি মাইলফলক। প্রতিরক্ষা মন্ত্রক হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (হ্যাল) সঙ্গে ১২টি এসইউ-৩০এমকেআই যুদ্ধবিমান কেনার জন্য ১৩,৫০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে। বিমানগুলিতে ৬২.৬ শতাংশ দেশীয় সামগ্রী থাকবে এবং প্রধান উপাদানগুলি ভারতীয় প্রতিরক্ষা শিল্প দ্বারা নির্মিত হবে।” স্বাভাবিকভাবেই ভারতের এহেন পদক্ষেপে রাতের ঘুম উড়ে যাবে শত্রু দেশগুলির সেটা বলাই বাহুল্য।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group