সহেলি মিত্র, কলকাতা: সাধারণ মানুষের স্বার্থে এবার বিরাট বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এমনিতেই বিগত বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক বাজারে এলপিজির দামে বিরাট ওঠানামা চলছে। এর ফলে, তেল বিপণন কোম্পানিগুলি গার্হস্থ্য গ্রাহকদের সস্তা দামে গ্যাস সরবরাহ করতে গিয়ে বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে আর চিন্তা নেই, এর কারণ এলপিজি সিলিন্ডার সরবরাহে যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য কেন্দ্রীয় সরকার সরকারি তেল বিপণন সংস্থাগুলিকে (ওএমসি) সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এই সহায়তা দেওয়াও হবে এক ধাক্কায় ৩০,০০০ কোটি টাকা। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি।
LPG-তে ৩০,০০০ কোটি টাকার ভর্তুকি দেবে সরকার
সরকার বলছে যে বর্তমান বিশ্বের পরিস্থিতি এবং জ্বালানি বাজারের অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে এই সহায়তা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছিল। আজ শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘সরকারি ওএমসিগুলিকে ৩০,০০০ কোটি টাকার বাজেট সহায়তা দেওয়া হবে। এই সহায়তা সেইসব কোম্পানিগুলিকে দেওয়া হচ্ছে যারা দেশজুড়ে গ্রাহকদের ভর্তুকিযুক্ত হারে LPG গ্যাস সিলিন্ডার সরবরাহ করে।’ সরকারের এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে তেল বিতরণ করা কোম্পানিগুলি ব্যাপকভাবে লাভবান হবে বলে আশা করা হচ্ছে।
কোন কোম্পানিগুলি এই সুবিধা পাবে?
এই আর্থিক সাহায্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) কে দেওয়া হবে। এই তিনটি কোম্পানি দেশের প্রধান তেল বিপণন সংস্থা, যারা গ্রাহকদের কাছে ঘরোয়া রান্নার গ্যাসের সহজলভ্যতা নিশ্চিত করে। সরকার স্পষ্ট করে জানিয়েছে যে এই ক্ষতিপূরণ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তত্ত্বাবধানে বিতরণ করা হবে এবং এই পরিমাণ ১২টি কিস্তিতে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাও বৃদ্ধি পেয়েছে
ভর্তুকি ঘোষণার পাশাপাশি কেন্দ্রের মোদী সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) এর অধীনে ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ১২,০৬০ কোটি টাকার অতিরিক্ত সহায়তা অনুমোদন করেছে। এই অর্থ উজ্জ্বলা সুবিধাভোগীদের প্রতি সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি প্রদানের জন্য ব্যবহার করা হবে। দেশের ১০.৩৩ কোটিরও বেশি পরিবার এর সুবিধা পাবে, যার বেশিরভাগই গ্রামীণ এবং দরিদ্র পরিবার।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |