খরচ কমাতে রেশনে কাটছাঁট? কী কী সামগ্রী পাওয়া যাবে?

Published on:

rationing

সহেলি মিত্র, কলকাতাঃ সামনেই রয়েছে উৎসবের মরসুম। তবে এই উৎসবের মরসুম কিছু মানুষের জন্য খারাপ হিসেবে প্রমাণিত হতে চলেছে। আসলে বহু রেশনপ্রাপ্ত মানুষের মাথায় চিন্তার বাজ ভেঙে পড়তে চলেছে। বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকার খুব সম্ভবত খরচ কমাতে রেশনে (Rationing) কাটছাঁট করতে চলেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আপনিও কি রেশন পান? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

এবার কোপ পড়বে রেশনের ওপর?

আসলে সরকার প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা প্রকল্প নিয়ে বিরাট চিন্তাভাবনা করছে। এই প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা (PMGKY) হল ভারত সরকারের দরিদ্রদের জন্য একটি উচ্চাকাঙ্ক্ষী এবং জীবন রক্ষাকারী প্রকল্প, যা সংকটের সময়ে অভাবীদের সহায়তা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছিল। এই প্রকল্পটি দরিদ্র এবং দুর্বল শ্রেণির জন্য, বিশেষ করে COVID-19 মহামারীর সময়, একটি আশীর্বাদ হিসেবে প্রমাণিত হয়েছে। যদিও এবার এই ফ্রি রেশন পরিষেবাতে বড় বদল আনার চিন্তাভাবনা করছে সরকার।

প্রভাব পড়বে প্রায় ৮ কোটি ৯২ লক্ষ রেশন গ্রাহকের ওপর

সরকারের এহেন সিদ্ধান্তের ফলে বঞ্চিত হতে পারেন প্রায় ৮ কোটি ৯২ লক্ষ রেশন গ্রাহক। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় চাল এবং গম বিনামূল্যে বিতরণ অব্যাহত রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকারের একটি গোপনীয় নথিতে উঠে এসেছে এমন পরিকল্পনা যা দেশের অতি দরিদ্র পরিবারগুলির খাদ্য নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। অন্তোদয় অন্ন যোজনা-এর অধীনে বর্তমানে প্রতি পরিবারকে ৩৫ কিলোগ্রাম খাদ্যশস্য দেওয়া হয়, কিন্তু এখন তা বন্ধ করে প্রত্যেক কার্ড হিসাবে রেশন বিতরণের চিন্তাভাবনা চলছে। এই পরিবর্তনের ফলে সরকারের খরচ অনেকটা কমবে বলে ধারণা করা হচ্ছে। এই কাজের জেরে প্রতি মাসে প্রায় ১,১৩২ কোটি টাকা সাশ্রয় করতে পারে সরকার।

আরও পড়ুনঃ রোহিণী নক্ষত্রে সিদ্ধি যোগের প্রভাবে ভাগ্যের রেখা জ্বলে উঠবে ৫ রাশির! আজকের রাশিফল, ১৪ সেপ্টেম্বর

অপরদিকে যাদের প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড রয়েছে তাঁরা কার্ড প্রতি মাসে ৫ কিলোগ্রাম খাদ্যশস্য পান। অন্যদিকে অন্তোদয় অন্ন যোজনায় (AAY) অবশ্য পরিবারপ্রতি ৩৫ কিলোগ্রাম দেওয়া হয়। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের গোপন নোটে বলা হয়েছে যে এই ব্যবস্থা পরিবর্তন করে অন্তোদয় গ্রাহকদেরও ব্যক্তিপ্রতি খাদ্যশস্য দেওয়া হবে। এতে সরকারের অতিরিক্ত খরচ কমবে।

কী প্রতিক্রিয়া সাধারণ মানুষ, রেশন ডিলারদের?

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছেন। তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এই পরিকল্পনা বন্ধ করার দাবি জানিয়েছেন, বলেছেন এটি জনবিরোধী এবং গরিববিরোধী। এদিকে রেশন দোকানদাররা মনে করেন যে এই পরিবর্তন অতি দরিদ্র পরিবারগুলির উপর নেতিবাচক প্রভাব ফেলবে। সেইসঙ্গে সাধারণ মানুষও এই বিষয় নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

সঙ্গে থাকুন ➥