সৌভিক মুখার্জী, কলকাতা: বিয়ে, উৎসব কিংবা বিনিয়োগ, সোনা-রুপো (Gold And Silver) বাঙালির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কারণ এই ধাতুগুলি ছাড়া যেন কোনও কাজ সম্পূর্ণ হয় না। আর সে কারণেই সোনার দামের উত্থান-পতনে নড়েচড়ে বসে আমজনতা। তবে বর্তমানে যখন সোনার বাজার আগুন ঝরাচ্ছে, ঠিক তখনই মোদি সরকার বিরাট এক সিদ্ধান্ত নিলেন। এবার থেকে নাকি আরব দেশগুলোর থেকে সোনা, রুপো ও প্ল্যাটিনাম আমদানিতে লাগু হয়েছে নয়া নিয়ম, যা 1 মে, 2025 থেকে কার্যকর হয়েছে।
বাণিজ্য মন্ত্রক কী বলছে?
সম্প্রতি ভারতের বাণিজ্য মন্ত্রকের অধীনস্থ থাকা বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর ঘোষণা করেছে যে, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চলা অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির আওতায় সোনা এবং রুপোর আমদানি নীতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। আর এই পদক্ষেপ 2025 সালের বাজেট এবং কাস্টমসের সঙ্গে খাপ খাইয়েই নেওয়া হয়েছে।
কী থাকছে নয়া নিয়মে?
জানা যাচ্ছে, সোনা, রুপো এবং প্ল্যাটিনামের জন্য সংশোধিত HS কোড জারি করা হবে। আর কারা এই ধাতু আমদানি করতে পারবে, তার জন্য নির্দিষ্ট গাইডলাইনও জারি করা হয়েছে। তবে শুধুমাত্র আরবিআই দ্বারা মনোনীত সংস্থা ডিজিএফটি এবং ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বুলিয়ান এক্সচেঞ্জের মাধ্যমে IFSCA স্বীকৃত জুয়েলার্সরা এই ধাতু আমদানি করতে পারবে বলে জানানো হয়েছে।
আর এই নতুন নিয়মে সোনা-রুপোর গুনমানের উপরও জোর দেওয়া হচ্ছে বলে খবর। জানা যাচ্ছে, প্ল্যাটিনাম, সোনা এবং রুপোর ক্ষেত্রে এবার বিশুদ্ধতা যাচাই করা বাধ্যতামূলক। আর সেই সঙ্গে লাইসেন্স যুক্ত সংস্থার মাধ্যমে ধাতুগুলিকে আমদানি করা হবে বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ বাংলায় বন্ধ আরেকটি কারখানা! একধাক্কায় পথে বসল কয়েকশ শ্রমিক
বাজারে কতটা প্রভাব পড়বে?
এখন সবথেকে বড় প্রশ্ন উঠছে, এই পরিবর্তনগুলির ফলে সোনা ও রুপোর দামে কি প্রভাব পড়বে? তবে বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, এই নয়া দামের খুব একটা তারতম্য আসবে না। ফলে সাধারণ গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |