মিলল অষ্টম পে কমিশনের অনুমোদন! কবে থেকে কার্যকর? কতটা বাড়বে DA?

Published:

8th Pay Commission
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) শর্তাবলী বা টার্মস অফ রেফারেন্স অনুমোদন করল। আজ অর্থাৎ মঙ্গলবার অর্থ বিষয়ক কমিটির বৈঠক বসেছিল। আর সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হ্যাঁ, এই কমিশন একটি অস্থায়ী সংস্থা হিসেবে কাজ করবে বলে জানানো হয়েছে।

কী বলা হল সুপারিশে?

রিপোর্ট অনুযায়ী খবর, অষ্টম বেতন কমিশনে একজন চেয়ারম্যান, একজন পার্টটাইম সদস্য এবং একজন মেম্বার সেক্রেটারি থাকবে। আগামী ১৮ মাসের মধ্যেই কমিশন সুপারিশ জমা দেবে আর প্রয়োজনীয় ধাপে ধাপেই অন্তর্বর্তী রিপোর্ট পেশ করা হবে। তবে হ্যাঁ, কমিশনের সুপারিশের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন অনেকটাই বাড়তে পারে, যেমনটা অতীতে হয়েছে। ফলে লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীরা বিরাট সুখবর পাবে।

তবে আজ বৈঠকে যেমনটা জানানো হয়েছে, অষ্টম বেতন কমিশনের সুপারিশ তৈরিতে মূলত কয়েকটি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। আর সেগুলি হল—

  • উন্নয়নমূলক খরচ এবং সামাজিক কল্যাণমূলক কর্মসূচীর জন্য পর্যাপ্ত সম্পদের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে।
  • রাজ্য সরকারের আর্থিক কাঠামো অনুযায়ী কাজ করতে হবে।
  • কেন্দ্রীয় পাবলিক সেক্টর বা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র এবং বেসরকারি সংস্থার কর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করতে হবে।
  • দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং আর্থিক বিচক্ষণতার প্রয়োজনীয়তা বিবেচনা করতে হবে।
  • অ-অনুদানমূলক পেনশন প্রকল্পের অ-তহবিল ব্যয়ের উপর নির্ভর করা হবে।

কীভাবে কাজ করবে কমিশন?

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো, পেনশন বা অন্যান্য শর্তাবলীগুলি নির্ধারণের সময় বেতন কমিশন গঠন করবে কেন্দ্র। সাধারণত প্রতি ১০ বছর অন্তর নতুন বেতন কমিশন গঠিত হয়, যেমনটা শেষবার ২০১৬ সালে হয়েছিল। আর অষ্টম বেতন কমিশন সুপারিশ কার্যকর হওয়ার সম্ভাব্য তারিখ আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি।

আরও পড়ুনঃ অপারেশন সিঁদুরের পর ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের! লিপা ভ্যালিতে গোলাগুলি

কর্মচারীদের উপর কী কী প্রভাব পড়বে?

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন, DA অনেকটাই বাড়বে। পাশাপাশি পেনশনভোগীরাও উপকৃত হবে। আর এর প্রভাব রাজ্য সরকারগুলির উপরেও পড়বে। কারণ, বেশিরভাগ রাজ্য কেন্দ্রীয় সরকারের সুপারিশে নিজেদের কাঠামোতে কিছু পরিবর্তন করে থাকে। একইসঙ্গে দেশের অর্থনীতিতে ইতিবাচক ফলাফল আসবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, এই প্রত্যেকটি সুপারিশ কার্যকর হবে আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই। আর এর ফলে ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী সরাসরি উপকৃত হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join