বন্ধ জল, বাতিল ভিসা! পাকিস্তানের উপর একের পর এক প্রহার ভারতের

Published on:

Kashmir Attack

সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে আজ রক্তক্ষয়ী সন্ত্রাসের হামলার (Kashmir Attack) রেশ কাটতে না কাটতেই পাল্টা পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। হ্যাঁ, এই জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন নিরীহ ২৬ জন ভারতীয়, যা দেশের নিরাপত্তা ব্যবস্থার টনক নাড়িয়ে দিয়েছে। আর এই প্রেক্ষাপটে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জরুরী বৈঠক করে পাকিস্তানের বিরুদ্ধে বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বন্ধ হচ্ছে পাক হাই কমিশন

সূত্রের খবর, ভারতে নিযুক্ত পাকিস্তানের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্তের পথে হেঁটেছে এবার ভারত সরকার। এমনকি আগামী ৪৮ ঘন্টার মধ্যে পাক নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাতিল হচ্ছে সিন্ধু জলবন্টন চুক্তি

বহুদিন আগেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আর এবার সেই জলবন্টন চুক্তি বাতিল করার সিদ্ধান্তের পথে হাঁটছে মোদি সরকার। অনুমান করা হচ্ছে, এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান মারাত্মকভাবে জল সংকটের মুখে পড়তে পারে।

সীমান্ত সম্পূর্ণভাবে বন্ধ করা হচ্ছে

এই মুহূর্তের সব থেকে বড় খবর, ভারত-পাক সীমান্তের গুরুত্বপূর্ণ গেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। আর এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং পারাপার যেটুকুও বা বৈধ ছিল, তাও একেবারে ধূলিসাৎ হয়ে যাবে।

পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল করা হচ্ছে

সূত্রের খবর, বর্তমানে ভারতে অবস্থানরত পাকিস্তানের নাগরিকদের সমস্ত ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। তাদের ৪৮ ঘণ্টার মধ্যেই ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। 

আজ কাশ্মীরের পহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা ঘটেছে, তা দেশের সুরক্ষা ব্যবস্থাকে পুরো নাড়িয়ে দিয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে যে, হামলাকারীরা আগে থেকেই টার্গেট করে রেখেছিল। ভারতীয় সংবাদমাধ্যমগুলিতে দাবি করা হচ্ছে যে, নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল সাধারণ পর্যটক। এখন দেখার ভারতের এই বড়সড় সিদ্ধান্ত পড়শি দেশ পাকিস্তানের উপর কি ধরনের প্রভাব ফেলে।

সঙ্গে থাকুন ➥