১৩ লক্ষ SIM বাতিল করল সরকার, বাংলা থেকে উঠে এল ভয়ানক তথ্য

Published:

Follow

শ্বেতা মিত্র, কলকাতা: সিম কার্ডের যথেচ্ছ ব্যবহার নিয়ে কড়াকড়ির পথে হেঁটেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই বলা হয়েছে যে আধার কার্ড দেখানোর পর তবেই মিলবে সিম কার্ড নইলে নয়। মূলত বেশি সিম কার্ড নিয়ে বিগত কিছু সময় ধরে নানা রকম অভিযোগ উঠে আসছিলো, যার ফলে এই নিয়ম লাগু করে সরকার। কিন্তু এবার সংসদে বাংলায় সিম ব্যবহারকারীদের নিয়ে চমকে দেওয়ার মতো তথ্য পেশ করা হয়েছে। এমনিতে নিয়ম রয়েছে যে ৯টার বেশি সিম রাখা যাবে না। কিন্তু বাংলায় লক্ষাধিক মানুষ ৯টির বেশি সিম কার্ড ব্যবহার করেন বলে দাবি করা হল। 

বাংলায় ন’টির বেশি সিম রয়েছে ৪,০৫,৩০৭ জনের!

কেন্দ্রীয় সরকারের টেলিকমিউনিকেশন বিভাগ (ডট) জানিয়েছে, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী রাজ্যে ৪,০৫,৩০৭ জন ব্যক্তির কাছে নয়টির বেশি সিম কার্ড পাওয়া গেছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গত পাঁচ বছরে ১৩,৫৯,৯৩৪টি সংযোগ পুনর্যাচাইয়ের পর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের এক প্রশ্নের উত্তর দিয়েছেন যোগাযোগ প্রতিমন্ত্রী ডঃ পিম্মাসানি চন্দ্র শেখর। পশ্চিমবঙ্গের কৌশলগত অবস্থানের কারণে এই তথ্য কিছু মহলে উদ্বেগের কারণ হতে পারে। এমনিতে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা ভাগ করে, এমন একটি দেশ যা সম্প্রতি অভ্যুত্থানের মতো পরিস্থিতির অভিজ্ঞতা অর্জন করেছে।

প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

রাজ্যে কত জনের কাছে ন’টির বেশি সিম রয়েছে, তা নিয়ে সংসদে প্রশ্ন করেন রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। এর জবাবে কেন্দ্রীয় যোগযোগ প্রতিমন্ত্রী পি চন্দ্রশেখর সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, পশ্চিমবঙ্গের ৪,০৫,৩০৭ জন বাসিন্দাকে কেন্দ্র চিহ্নিত করেছে। তাঁদের নামে ন’টির বেশি সিম রয়েছে। এই সংখ্যা সত্যি চমকে দেওয়ার মতো।

তবে মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্বাঞ্চল বা আসামের মতো অঞ্চলে মাথাপিছু সিম কার্ডের সংখ্যা নয়টি থেকে ছয়টিতে সীমাবদ্ধ করার কোনও প্রস্তাব বর্তমানে নেই। পশ্চিমবঙ্গে ভুয়ো সিম সংযোগ বন্ধ করতে কী কী পদক্ষেপ করা হচ্ছে? সেই প্রশ্নও করেন বিজেপি সাংসদ। জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানান, কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। কোন কোন ব্যবহারকারীর নামে নির্ধারিত সীমার বেশি সিম চালু রয়েছে, তা প্রযুক্তির সাহায্যে খতিয়ে দেখা হয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join