৫০টির উপরে ট্রেন বাতিল, হাওড়া ডিভিশনেও চলবে না একগুচ্ছ এক্সপ্রেস! দেখুন তালিকা

Published on:

express train

কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল বড় খবর। ফের একবার বাতিল হতে চলেছে কয়েক গুচ্ছ ট্রেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। এদিকে সামনেই রয়েছে উৎসবের মরসুম। আর এই উৎসবের মরসুমে যেহেতু একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে সেজন্য ব্যাপক যাত্রী হয়রানির আশঙ্কা করা হচ্ছে। রেল সূত্রে খবর, এবার এক ধাক্কায় ৫০টি মতো ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী দিনে ব্যাপক যাত্রী হয়রানির আশঙ্কা করা হচ্ছে।

রেল যাত্রীদের জন্য খারাপ খবর

WhatsApp Community Join Now

এমনিতে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ রেল ব্যবস্থার উপর ভর করে দেশে এক প্রান্ত থেকে ছুটে চলেছেন। তবে এবার এই রেল যাত্রার উপরেই বেশ খানিকটা ব্রেক লাগতে চলেছে বলে জানা যাচ্ছে। আপনিও যদি আগামী দিনে ট্রেনে ভ্রমণ করার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদন রইল শুধুমাত্র আপনার জন্য। আগামী দিনে ট্রেনের টিকিট কাটার আগে জেনে নিন কোন কোন ট্রেন বাতিল থাকবে। আসলে ওয়েস্ট মধ্য রেলওয়েতে নন-ইন্টারলকিংয়ের কাজ চলছে রেল যোগাযোগ বাড়ানোর জন্য। আর যার জেরে বাতিল করতে হচ্ছে বহু ট্রেন। রেলের এই সিদ্ধান্তের জেরে সমস্যায় পড়তে চলেছেন বহু যাত্রী। তবে এই কাজ সকলের সুবিধার জন্যই বলে দাবি করেছে রেল।

বাতিল ৫০টির-ও বেশি ট্রেন

সবথেকে বড় কথা, হাওড়া ডিভিশনের বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। রেলের তরফে জানানো হয়েছে, আগামী দিনে ৫০টির-ও বেশি ট্রেন বাতিল থাকবে। দেখুন তালিকা…

৩০ আগস্ট বাতিল থাকবে সাঁতরাগাছি-আজমেঢ় এক্সপ্রেস।

১, ৮ সেপ্টেম্বর বাতিল কোটা-দানাপুর এক্সপ্রেস।

২, ৯ সেপ্টেম্বর বাতিল দানাপুর-কোটা এক্সপ্রেস।

২৬ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল বিনা-দামোহ যাত্রী।

২৬ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল বিনা-কাটনি এমইএমইউ ট্রেন।

২৬ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর অবধি বাতিল পর্যন্ত কাটনি-বিনা মেমু।

২৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল দামোহ-বিনা যাত্রীবাহি ট্রেন।

২৯ অগস্ট, ১২ সেপ্টেম্বর অবধি বাতিল সিংরৌলি-ভোপাল এক্সপ্রেস।

৫, ৮, ১০, ১২ সেপ্টেম্বর বাতিল রেওয়া-ডা. আম্বেদকর নগর এক্সপ্রেস ।

৬, ৯, ১১, ১৩ সেপ্টেম্বর অবধি বাতিল ডঃ আম্বেদকর নগর-রেওয়া এক্সপ্রেস ।

২৮ অগস্ট, ১১ সেপ্টেম্বর অবধি বাতিল ভোপাল-সিংরৌলি এক্সপ্রেস।

২৮ আগস্ট ১১ সেপ্টেম্বর অবধি বাতিল রানী কমলাপতি-সাঁতরাগাছি এক্সপ্রেস ।

২৯ আগস্ট ৫, ১২ সেপ্টেম্বর অবধি বাতিল সাঁতরাগাছি-রানী কমলাপতি এক্সপ্রেস।

৯ সেপ্টেম্বর অবধি বাতিল হাওড়া-ভোপাল এক্সপ্রেস।

৫, ১২ সেপ্টেম্বর অবধি বাতিল ভাগলপুর-আজমেঢ় সাপ্তাহিক এক্সপ্রেস ।

৭, ১৪ সেপ্টেম্বর অবধি বাতিল আজমের-ভাগলপুর এক্সপ্রেস ।

১, ৬, ৮ সেপ্টেম্বর বাতিল আজমের-সাঁতরাগাছি এক্সপ্রেস

৩১ আগস্ট, ৭ সেপ্টেম্বর বাতিল শালিমার-ভুজ এক্সপ্রেস

৫ সেপ্টেম্বর বাতিল হাওড়া-ইন্দোর এক্সপ্রেস

৩১ আগস্ট বাতিল উদয়পুর সিটি-শালিমার এক্সপ্রেস

১ সেপ্টেম্বর বাতিল শালিমার-উদয়পুর সিটি

২, ৯ সেপ্টেম্বর বাতিল কলকাতা-মাদার জংশন

৩ সেপ্টেম্বর বাতিল নিজামুদ্দিন-অম্বিকাপুর এক্সপ্রেস

২৯ আগস্ট, ৫ সেপ্টেম্বর বাতিল মাদার জংশন-কলকাতা

২৯ আগস্ট, ৫ সেপ্টেম্বর বাতিল অম্বিকাপুর-নিজামুদ্দিন এক্সপ্রেস

৩ সেপ্টেম্বর বাতিল জব্বলপুর-শ্রী বৈষ্ণো মাতা এক্সপ্রেস

৮ সেপ্টেম্বর বাতিল লালগড়-পুরী এক্সপ্রেস

৪, ৮ সেপ্টেম্বর বাতিল সিংরাউলি-নিজামুদ্দিন এক্সপ্রেস

৯ সেপ্টেম্বর বাতিল নিজামুদ্দিন-সিংরৌলি এক্সপ্রেস

১১ সেপ্টেম্বর বাতিল শ্রী বৈষ্ণোমাতা কাটরা-জব্বলপুর এক্সপ্রেস

১১ সেপ্টেম্বর বাতিল পুরী-লালগড় এক্সপ্রেস

১১ সেপ্টেম্বর বাতিল ভোপাল-হাওড়া এক্সপ্রেস

১২ সেপ্টেম্বর বাতিল অম্বিকাপুর-নিজামুদ্দিন এক্সপ্রেস

১২ সেপ্টেম্বর বাতিল উধমপুর-দুর্গ জংশন এক্সপ্রেস

সঙ্গে থাকুন ➥