বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের একটা বড় অংশের ছেলে-মেয়ে বর্তমানে মদ্যপানে আসক্ত! হ্যাঁ, বিগত দিনগুলিতে প্রকাশ্যে আসা একাধিক রিপোর্ট সে কথাই জানিয়েছে। প্রিয় হুইস্কি থেকে শুরু করে ভদকা, রাম কিংবা বিয়ার। দেশের সর্বত্রই এখন সুরায় আসক্তি বেড়েছে। কিন্তু দেশের কোন রাজ্যের মানুষ সবচেয়ে বেশি মদ্যপান করে জানা আছে?
সবচেয়ে বেশি মদ্যপান করা হয় এই রাজ্যে
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেই তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতের 22.4 শতাংশ পুরুষই মদ্যপানে প্রবল আসক্ত।
TV 9-এর রিপোর্ট অনুযায়ী, ভারতে সবচেয়ে বেশি মদ্যপান করা হয় অরুণাচল প্রদেশে (56.6%) । তবে গুজরাত সমাচারের রিপোর্ট বলছে বর্তমানে সবচেয়ে বেশি মদ্যপান করেন গোয়ার নাগরিকরা। এই রাজ্যের 59.1 শতাংশ মানুষ মদ্যপানে আসক্ত। জানলে অবাক হবেন, দেশের সবচেয়ে বেশি মদাসক্তিযুক্ত রাজ্যগুলির তালিকায় দ্বিতীয় স্থানে মুম্বই অর্থাৎ মহারাষ্ট্রের নাম নেই, বরং সবচেয়ে বেশি মদ্যপানের নিরিখে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে তেলেঙ্গানা।
এ রাজ্যের প্রায় 50 শতাংশ মানুষ মদ্যপানে আসক্ত। এরপর তালিকায় নাম রয়েছে ঝাড়খণ্ডের। সবচেয়ে বেশি মদ্যপানের নিরিখে তৃতীয় স্থানে জায়গা করে নেওয়া ঝাড়খন্ডের 40.4 শতাংশ মানুষ মদ্যপান করেন। একইভাবে তালিকার চতুর্থ স্থানে জায়গা হয়েছে ওড়িশার। এ রাজ্যে সূরা প্রেমী রয়েছেন প্রায় 38.4 শতাংশ।
পশ্চিমবঙ্গে কত শতাংশ জনগণ মদ্যপান করেন?
প্রথমেই বলে রাখি, ওড়িশার পর সবচেয়ে বেশি মদ্যপানে আসক্তি রয়েছে সিকিমের জনগণের। এরপর তালিকায় একে একে ছত্তিশগড়, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ সহ পাঞ্জাবের নাম রয়েছে। জানিয়ে রাখি, গোটা দেশে সবচেয়ে বেশি মদ্যপানকারী রাজ্যগুলির তালিকায় শেষের দিকে নাম রয়েছে পশ্চিমবঙ্গের। জানলে অবাক হবেন, বাংলার মাত্র 25.7 শতাংশ মানুষ মদ্যপান করেন।
অবশ্যই পড়ুন: জালে উঠল ২ কেজি ৪০০ গ্রামের পদ্মার ইলিশ! বিক্রি হল ১২,৪৮০ টাকায়
উল্লেখ্য, সবচেয়ে আশ্চর্যের বিষয়, পশ্চিমবঙ্গে মদ্যপানকারী মানুষের সংখ্যা 25 শতাংশের কিছুটা বেশি হলেও 2021 সালের বিশেষ সমীক্ষা অনুযায়ী দেশের মধ্যে সবথেকে বেশি অ্যালকোহল বা সুরা পানকারী শহরের তালিকায় শীর্ষে ছিল কলকাতা। পরিমাণটা 32.9 শতাংশ। সেই সূত্রেই ইকোনমিক টাইমসের 2021 সালের রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে মদ্যপানকারী মানুষের সংখ্যা 1.4 কোটি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |