মুম্বইঃ দেশ উন্নত হয় ভালো রাস্তার কারণে। আর রাস্তা উন্নত হলে টোল ট্যাক্স দিতেই হবে। বর্তমানে রাজ্য সড়ক হোক আর জাতীয় সড়ক, রাস্তাঘাট যত উন্নত হচ্ছে, ততই টোল প্লাজা বসছে। আর এই টোল প্লাজাগুলো দিয়ে চারচাকা নিয়ে গেলে, কত টাকা যে ট্যাক্স দিতে হয়, তা গাড়ির মালিক ভালো মতোই জানেন। কিন্তু বর্তমানে এই টোল ট্যাক্সের ঝামেলা থেকে মুক্তি পাচ্ছেন ছোটো প্রাইভেট গাড়ির মালিকরা। কারণ রাজ্য সরকার প্রাইভেট গাড়ি, SUV-র ক্ষেত্রে ‘টোল ফ্রি’ ঘোষণা করেছে।
চারচাকা গাড়ির টোল মুকুবের ঘোষণা রাজ্য সরকারের
সম্প্রতি মহারাষ্ট্র সরকার মুম্বই প্রবেশের সমস্ত টোল প্লাজাগুলোয় প্রাইভেট ও SUV গাড়ির জন্য টোল ট্যাক্স না নেওয়ার ঘোষণা করেছে। গত ১৪ অক্টোবর থেকে মহারাষ্ট্রের রাজধানী মুম্বইতে এই নিয়ম চালু হয়েছে। বর্তমানে মহারাষ্ট্রে বিধানসভা ভোটের প্রস্তুতি চলছে। আর তাঁর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছেন।
মুম্বইয়ে প্রবেশের জন্য রয়েছে পাঁচটি টোল প্লাজা
মুম্বইতে প্রবেশ করার জন্য ৫টি এন্ট্রি ও এক্সিট পয়েন্ট রয়েছে। সেগুলো হল দহিসার, এলবিএস রোড-মুলুন্ড, ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে-মুলুন্ড, এরোলি ক্রিক ব্রিজ এবং ভাশি। এই প্রবেশ এবং প্রস্থান পয়েন্টগুলোতে গাড়ির চাপের কারণে দীর্ঘ জ্যাম লেগেই থাকে। যার কারণে এই টোল প্লাজাগুলো থেকে বারংবার দেরি হওয়া অভিযোগ উঠে আসে। আর মহারাষ্ট্র সরকারের এই ঘোষণার পর এবার থেকে এই টোলপ্লাজা গুলোতে ট্রাফিক জ্যামের সমস্যা মিটবে বলে মত বিশেষজ্ঞদের।
টোল ট্যাক্স মুকুবের ঘোষণা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর
এই ঘোষণা করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন যে, সরকারের এই পদক্ষেপের ফলে সময় ও জ্বালানি দুইই বাঁচবে। তিনি এও জানিয়েছেন যে, সরকারের এই সিদ্ধান্তের কারণে পরিবেশ দূষণও কমবে। শিন্ডে জানান, ‘মুম্বই ঢোকার সময় টোল ট্যাক্স তোলার দাবি দীর্ঘদিন ধরেই হয়ে আসছিল। আমি এবং আমার দলের অনেকেই এই নিয়ে আদালতে পর্যন্ত গিয়েছিলাম। এবার আমি সরকারের তরফে টোল মাফের ঘোষণা করলাম।’