গোধরায় থানায় ভাঙচুর বিশেষ সম্প্রদায়ের! লাঠিচার্জ পুলিশের, জুনিগড়িতেও উত্তেজনা

Published on:

Muslim Mob Attack On Police Station Godhra Gujarat

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় কিছু উস্কানিমূলক পোস্ট ছড়াচ্ছিলেন এক যুবক। জানতে পেরেই তাঁকে থানায় ডেকে পাঠায় পুলিশ। পরবর্তীতে যাতে সমাজে উত্তেজনা ছড়ায় এমন পোস্ট না করেন তারও পরামর্শ দেওয়া হয় ওই যুবককে। এদিকে সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ওই যুবককে থানায় তলব করায় সংখ্যালঘু সম্প্রদায়ের একদল যুবক ওই পুলিশ স্টেশনে ভাঙচুর চালায় (Mob Attack On Police Station)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জও করে পুলিশ। ঘটনাটি ঘটেছে, গুজরাতের গোধরা সিটি বি ডিভিশন থানা এলাকায়।

পুলিশ স্টেশন লক্ষ্য করে ইটবৃষ্টি বিশেষ সম্প্রদায়ের যুবকদের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছিল। পুলিশের দাবি, ওই ভিডিওতে কিছু উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন এক যুবক। পরবর্তীতে ওই যুবককে থানায় ডেকে পাঠানো হলে পুলিশ স্টেশনে চড়াও হন বিশেষ সম্প্রদায়ের একটি দল। এক পুলিশ আধিকারিকের বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই যুবককে নবরাত্রি উৎসবের আগে থানায় ডেকে মূলত উস্কানিমূলক পোস্ট সমাজ মাধ্যমে আপলোড না করার পরামর্শ দেওয়া হয়। এদিকে হামলাকারীরা ভেবেছিলেন, পুলিশ বোধহয় ওই যুবককে ডেকে নিয়ে হুমকি দিচ্ছে। আর সে কারণেই গোধরা সিটি বি পুলিশ স্টেশনে হামলা চালান তাঁরা।

স্থানীয় সূত্রে খবর, বিশেষ সম্প্রদায়ের একদল যুবক থানা লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করেন। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় ওই পুলিশ স্টেশন চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়েই প্রথমে কাঁদানে গ্যাস শেল ছোঁড়ে পুলিশ। করা হয় লাঠিচার্জও। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ স্টেশনে হামলার ঘটনায় এখনও পর্যন্ত কজনকে গ্রেফতার করা হয়েছে সেই তথ্য প্রকাশ্যে আসেনি।

 

অবশ্যই পড়ুন: কলকাতা লিগের গত মরসুমের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলই! হাইকোর্টে ধাক্কা খেলো ডায়মন্ড হারবার

ভোদোদরার জুনগড়িতেও তৈরি হয় উত্তেজক পরিস্থিতি

ইন্ডিয়া টিভির রিপোর্ট অনুযায়ী, গুজরাতের গোধরার পাশাপাশি ভদোদরার জুনগড়িতেও দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের কারণে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। জানা গিয়েছে, দুটি ভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিরা একে অপরকে উদ্দেশ্য করে পাথর ছুড়তে থাকেন। খোঁজ নিয়ে জানা গেল, এর নেপথ্যে রয়েছে সোশ্যাল মিডিয়ার উস্কানি মূলক পোস্ট।

সূত্রের খবর, দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ব্যক্তিরা স্থানীয় পুলিশ স্টেশন ও সড়ক অবরোধ করে স্লোগান দিতে শুরু করেন। সে খবর জানতে পেরেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন পুলিশের কর্মকর্তারা। ঘটনাস্থলে পৌঁছেছিলেন ভদোদরা সিটি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ড: লিনা পালিতও। পুলিশ সূত্রে খবর, বিক্ষোভকারী জনতাকে ছত্রভঙ্গ করতে মোতায়ন করা হয়েছিল র‍্যাফ। সূত্র বলছে, শেষ পর্যন্ত ইসলাম ধর্মীয় এক নেতার সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশকর্মীরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥