বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের বুকের ওপর দাঁড়িয়ে তান্ডব চালিয়েছে ভারতীয় বায়ু সেনা। যদিও পাল্টা আক্রমণ শানিয়েছে সন্ত্রাসবাদের দেশও। ভারতের তরফে যোগ্য জবাব পাওয়ার পর গত শনিবার পাক হামলা হতেই বেশকিছু পশ্চিম দিকের দেশ ঘেঁষা সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দাবি করা হয়, পাকিস্তানের সেনাবাহিনী নাকি ভারতের S-400 এয়ার ডিফেন্স বা সুদর্শন চক্র ধ্বংস করে দিয়েছে।
আর এই খবর চাউর হতেই পাকিস্তানের মুখোশ খুলেছে ভারত। তড়িঘড়ি ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে জানানো হয়, S-400 ধ্বংসের যে দাবি উঠছে, তা সম্পূর্ণ মিথ্যা। রাশিয়ার দেওয়া এই সুদর্শন সিস্টেমের কোনও ক্ষতি করতে পারেনি শত্রুরা।
ভারতের তরফে পাকিস্তানের মিথ্যাচার ফাঁস করার পরই মঙ্গলবার আদমপুরে (Adampur) বায়ু সেনা ঘাঁটিতে পৌঁছে সেনা আধিকারিকদের সাথে কথা বলার পর ভারতের রক্ষাকর্তা তথা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সুদর্শনের সামনে দাঁড়িয়ে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী।
সংঘর্ষবিরতির পরই বায়ুসেনার এয়ার বেসে পৌঁছন প্রধানমন্ত্রী
কাপুরুষ পাকিস্তান পিটুনি খেয়ে কিছুটা শান্ত হওয়ার পর মঙ্গলবার সকালেই আদমপুর এয়ার বেসে সেনা আধিকারিকদের সাথে দেখা করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গন্তব্যে পৌঁছে বায়ু সেনার আধিকারিকদের সাথে কথা বলেন তিনি।
বলা বাহুল্য, সেখানেই ছিল ভারতকে রক্ষাকারী S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। মঙ্গলবার বায়ু সেনার আধিকারিকদের সাথে কথা বলার পর আদমপুরের সুদর্শন প্রতিরক্ষা ব্যবস্থার সামনে দাঁড়িয়ে ভাষণ দেন নরেন্দ্র মোদি। আর এতেই কার্যত ঘাম ছুটেছে পাকিস্তানের! প্রকাশ্যে এসেছে মিথ্যাচারও।
পাকিস্তানের দাবি উড়িয়ে দেন বিদেশ সচিব
শনিবার পাক হামলার পর সমাজ মাধ্যম জুড়ে ভারতের S-400 ধ্বংসের যে দাবি উঠেছিল, তা এক কথায় নাকচ করে দেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এদিন বিদেশ সচিব জানান, ক্রমাগত মিথ্যা এবং ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। আমাদের S-400 বা সুদর্শন চক্র একেবারে অক্ষত রয়েছে। পাশাপাশি এয়ারফোর্স স্টেশনও একেবারে যথাযথ অবস্থায় আছে।
অবশ্যই পড়ুন: হার মানবে বাগানও! আসন্ন মরসুমের আগেই বিরাট বাজেটের দল গড়তে চলেছে ইস্টবেঙ্গল
উল্লেখ্য, বন্ধু রাশিয়ার কাছ থেকে কেনা S-400 এয়ার ডিফেন্স সিস্টেম বা সুদর্শন চক্র ভারতের প্রতিরক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। মূলত জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানে পাকিস্তানের ড্রোন হামলা আটকাতে নিজের ক্ষমতা দেখিয়েছে ভারতের এই সুদর্শন চক্র। বলা বাহুল্য, রাশিয়ার এই এয়ার ডিফেন্স বলা ভাল ভারতের সুদর্শন চক্র, ভূমি থেকে আকাশ একসাথে একাধিক মিসাইল ছুঁড়ে শত্রুপক্ষের ড্রোন, যুদ্ধবিমান ও ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র গুলিকে আকাশেই মিলিয়ে দিতে পারে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |