কৌশিক দত্ত, কলকাতাঃ বর্তমান সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের মিনি সুইজ্যারল্যান্ড হিসেবে পিরিচিত পহেলগাঁও এর বৈসরণ উপত্যকায় জঙ্গিদের হামলায় ২৬ নিরীহ মানুষ প্রাণ হারান। এই ঘটনায় পাকিস্তান যোগের যথেষ্ট প্রমাণ পেয়েছে ভারত। এমনকি জঙ্গিরা নিরীহ পর্যটকদের হত্যা করে জঙ্গলের পথ হয়ে পাকিস্তানেই পালিয়ে যায়। পাকিস্তানও তাঁদের আশ্রয় দিয়েছে।
এরপর থেকেই ভারত ফুঁসে ওঠে। আর এই ঘটনার ১৪ দিন পর ভারতের তরফ থেকে অপারেশন সিঁদুর লঞ্চ করা হয়। ভারত দেশের মাটিতে বসেই পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়, যার জেরে কমপক্ষে ১০০ জঙ্গি মারা গিয়েছে বলে খবর। পাশাপাশি কান্দাহার বিমান কাণ্ডের মূল অভিযুক্তও ভারতের এই হানায় নিকেশ হয়েছে।
ভারতের এই অভিযানের পর পাকিস্তান পাল্টা ভারতে হামলা চালানোর চেষ্টা করে। যদিও ভারতে তাঁরা দাঁত ফোঁটাতে পারেনি। একাধিক ড্রোন, মিসাইল হানা করলেও ভারতের কোনও ক্ষতি করতে পারেনি তাঁরা। ভারতের মজবুত এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের প্রতিটি হানাই প্রতিহত করেছে।
তবে পাকিস্তানি সেনা জম্মু কাশ্মীরে LOC-তে গোলা-গুলি চালানোয় অনেক বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি কজন সেনা, পুলিশ ও আমলা ছাড়াও নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। এরপর ভারত পাল্টা ড্রোন হামলা চালায়, তবে কোনও বসতিপূর্ণ এলাকা বা সেনার ঘাঁটি লক্ষ্য করে নয়। ফের জঙ্গিদের আস্তানেই হামলা চালায় ভারত। যার জেরে পাকিস্তান আরও ক্ষতির মুখে পড়ে। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকে।
যদিও পরে পাকিস্তানি সেনার আবেদন গ্রহণ করে ভারত যুদ্ধবিরতিতে সম্মতি জানায়। কিন্তু পাকিস্তান যুদ্ধ বিরতির ঠিক ৩ ঘণ্টা পর ফের ভারতে হামলা চালায়। ভারত এই ঘটনার তীব্র নিন্দাও করেছে। এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ফের এমন দুঃসাহস দেখালে ভারত আর চুপ থাকবে না। ভারত জানিয়েছে যে, ওরা গুলি চালালে আমরা গোলা চালাব। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরত না পাওয়া অবধি চুপ করে বসবে না।
আরও পড়ুনঃ পাকিস্তানকে খতম করতে ভারতের কাছে সাহায্য চাইল BLF, স্বাধীন হওয়ার পথে বালুচিস্তান
আর এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ (PM Modi Live) দেবেন বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর গোটা দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে, রাতে আবার নতুন করে কিছু হয় নাকি। তবে এখন এটাই দেখার বিষয় যে, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নতুন কিছু ঘোষণা করেন নাকি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |