প্রীতি পোদ্দার, কলকাতা: দিন যত এগোচ্ছে বাজারে প্রয়োজনীয় দ্রব্যাদির দাম যেন বেড়েই চলেছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধ পত্রের দামও। কিন্তু কর্মসংস্থান সেই গতিতে একদমই এগোচ্ছে না। চাকরির অবস্থা খুবই খারাপ। তবে তাতে হাল ছাড়েনি কেন্দ্রীয় সরকার। সরকারি স্তরে ১০ লক্ষ প্রার্থীদের নিয়োগের প্রতিশ্রুতিকে সামনে রেখে মোদি সরকার ২০২২ সাল থেকে ২২ অক্টোবর এই ‘রোজগার মেলা’র সূচনা করা হয়। আর এই আবহে চাকরিপ্রার্থীদের জন্য বর্ষশেষে দারুণ সুখবর দিল কেন্দ্র। সরকারি কাজে এবার ৭১ হাজার কর্মীকে দেওয়া হবে জয়েনিং লেটার।
আজই কর্মীদের দেওয়া হবে জয়েনিং লেটার
গত ২ বছর ধরে কেন্দ্রীয় সরকারের রোজগার মেলার মাধ্যমে লক্ষাধিক যুবক চাকরি পেয়ে আসছে। যার ফলে বেকারত্বের গ্রাফ অনেকটাই নিম্নমুখী হচ্ছে। সম্প্রতি ফের নিয়োগ করা হতে চলেছে কর্মীদের। গতকাল অর্থাৎ রবিবার প্রধানমন্ত্রীর তরফে একটি বিবৃতি দেওয়া হয়। যেখানে জানানো হয়েছে আজ অর্থাৎ সোমবার সকাল সাড়ে ১০ টায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই জয়েনিং লেটার দিবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও সেই বিবৃতিতে জানানো হয়েছে দেশের কর্মসংস্থানের পরিসর বৃদ্ধিতে মোদি সরকার সবসময় বদ্ধপরিকর। তাই চাকরি নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণই রোজগার মেলার মূল উদ্দেশ্য।
কোন কোন পদে নিয়োগ?
এদিন দেশের ৪৫টি জায়গায় হবে এই রোজগার মেলা। কিছু নির্দিষ্ট চাকরিপ্রার্থী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে এই মেলার মাধ্যমে চাকরি পাবে। তাঁদের নাম তালিকায় ইতিমধ্যেই তোলা হয় গিয়েছে। এদিন যে যে পদের জন্য চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে, সেই তালিকায় রয়েছে ইন্ডিয়ান পোস্ট ডিপার্টমেন্ট, স্বরাষ্ট্র মন্ত্রক, উচ্চশক্ষা দফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ছাড়াও অর্থমন্ত্রকের নাম। ইতিমধ্যেই সরকার রোজগার মেলার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর কয়েক মিনিট পরেই অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।
প্রসঙ্গত, চলতি বছরের সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন দেশের কর্মসংস্থানের বিষয়ে কথা বলতে গিয়ে মোদি সরকার জানিয়েছে, “রোজগার মেলার মাধ্যমে লক্ষাধিক যুবক চাকরি পেয়েছে। দেশের সম্মান আরও বৃদ্ধি পাচ্ছে। সঙ্গে পাল্লা দিয়ে কমছে বেকারত্বের পরিমাণ। আগামী কয়েক মাসে ভারত সরকার যুবকদের এমন ভাবেই চাকরির নিয়োগপত্র হাতে দেবে। চাকরি দেওয়ার জন্য সরকার যে মিশন মুডে কাজ করছে, তা কেন্দ্রের এই প্রচেষ্টাতেই ফুটে উঠছে।”