সৌভিক মুখার্জী, কলকাতা: গোটা দেশের যুবশক্তিকে সক্ষম করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবার বিরাট উদ্যোগ নিলেন। আজ, অর্থাৎ শনিবার ৬২,০০০ কোটি টাকার বিভিন্ন যুব উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের জন্যই দেশজুড়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ভিঙ্গ্যান ভবনে অনুষ্ঠিত কৌশল দীক্ষান্ত অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪৬ জন অল ইন্ডিয়া টপারকে সম্মানিত করেছেন আজ। আর এরা মূলত শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী, যারা দক্ষতা আর উদ্যোগের মাধ্যমে দেশের যুবশক্তিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং নতুন দিশা দেখাচ্ছে।
দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য চালু হল PM-SETU
প্রসঙ্গত, আজ প্রধানমন্ত্রী চালু করেছেন PM-SETU স্কিম। জানা যাচ্ছে, এর আওতায় ৬০ হাজার কোটি টাকার তহবিল সরবরাহ করা হবে। আর এই প্রকল্পে ১০০০ সরকারি আইটিআইকে আপগ্রেড করা হবে। পাশাপাশি ২০০০ আইটিআই হাব এবং ৮০০ স্পোক আইটিআই আপগ্রেড করা হবে।
যেমনটা জানানো হয়েছে, প্রতিটি হাবেই এবার উন্নত অবকাঠামো, আধুনিক ট্রেড, ডিজিটাল শিক্ষা ব্যবস্থার সুবিধা থাকবে। পাশাপাশি বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা বিকাশ করা হবে। আর বিশ্বব্যাঙ্ক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে খুব সহজেই অর্থায়নের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। তবে প্রথম পর্যায়ে বিহারের পাটনা ও ধরভঙ্গা আইটিআই-তে মনোযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ভোকেশনাল স্কিল ল্যাব
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এবার মোট ১২০০টি ভোকেশনাল স্কিল ল্যাব উদ্বোধন করেছেন। এর মধ্যে ৪০০টি নবোদয় বিদ্যালয় এবং ২০০টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল রয়েছে। এখানে মূলত শিক্ষার্থীরা আইটিআই, অটোমোটিভ, কৃষি, ইলেকট্রনিক্স, লজিস্টিক ও পর্যটন সহ ১২টি উচ্চ চাহিদাসম্পন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ পাবে। পাশাপাশি ১২০০ জন শিক্ষকের জন্য প্রশিক্ষণ চালু করা হয়েছে, যাতে তারা উপযুক্ত পরিমাণে শিক্ষা দিতে পারে।
#WATCH | Prime Minister Narendra Modi unveiled various youth-focused initiatives worth more than Rs 62,000 crore in Vigyan Bhawan, New Delhi
PM Modi launched Bihar’s revamped Mukhyamantri Nishchay Svyam Sahayata Bhatta Yojana, providing monthly allowance of Rs. 1,000 to 5 lakh… pic.twitter.com/aqoGdZSfbC
— ANI (@ANI) October 4, 2025
বিহারের জন্য বিশেষ পদক্ষেপ
এদিকে বিহারের যুব কল্যাণকে এগিয়ে নিয়ে যেতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পও চালু করা হয়েছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর তরফ থেকে। তার মধ্যে উল্লেখযোগ্য হল—
- প্রথমত, প্রতিবছর ৫ লক্ষ গ্রাজুয়েট যুবককে ২ বছরের জন্য প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। সঙ্গে ফ্রি স্ক্রিল ট্রেনিং দেওয়া হবে।
- দ্বিতীয়ত, বিহার স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের মাধ্যমে উচ্চ শিক্ষার জন্য সর্বোচ্চ ৪ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ দেওয়া হবে। ইতিমধ্যেই ৩.৯২ লক্ষ শিক্ষার্থী ৭৮৮০ কোটি টাকা ঋণ পেয়েছে।
- তৃতীয়ত, ১৮ থেকে ৪৫ বছর বয়সী যুবকদের জন্য নতুন করে কমিশন গঠন করা হবে।
- চতুর্থত, শিল্পভিত্তিক কোর্স এবং ভোকেশনালের জন্য শিক্ষা প্রদান করা হবে। আর এর জন্য জন নায়ক কারপুরি ঠাকুর স্কিল বিশ্ববিদ্যালয়কেই নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুনঃ ফিরলেন রোহিত, বিরাট! অধিনায়ক শুভমন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল ঘোষণা BCCI-র
এদিকে প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযানের আওতায় বিহারের চারটি বিশ্ববিদ্যালয়ে নতুন করে একাডেমিক ও গবেষণা সুবিধার নির্ধারণ নির্মাণের ভিত্তি প্রস্তরের স্থাপন করেছেন। তালিকায় রয়েছে পাটনা বিশ্ববিদ্যালয়, ভূপেন্দ্র নারায়ণ মন্ডল বিশ্ববিদ্যালয়, জয়প্রকাশ বিশ্ববিদ্যালয় এবং নালন্দা ওপেন বিশ্ববিদ্যালয়। আর এখানে মোট ২৭ হাজার ছাত্রছাত্রীকে ১৬০ কোটি টাকার মাধ্যমে সুবিধা দেওয়া হবে।