শ্বেতা মিত্রঃ বিধানসভা ভোটের আবহে এবার এক হাড়হিম করা ঘটনা ঘটে গেল রাজ্যে। সচিবালয়ের তিনতলা থেকে ঝাঁপ ডেপুটি স্পিকার, সাংসদ, বিধায়ককে। ইতিমধ্যেই ঘটনার ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় তীব্র গতিতে ভাইরাল হয়েছে। আর এহেন দৃশ্য দেখে চমকে গিয়েছেন সকলেই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে।
ঘটনাটি কী ঘটেছে?
আজ শুক্রবার মহারাষ্ট্রের সচিবালয়ে এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীর বিধায়ক তথা ডেপুটি স্পিকার নরহরি ঝিরওয়াল সকলকে চমকে দিয়ে মন্ত্রকের তিনতলা থেকে ঝাঁপ দেন। সূত্রের খবর, তাঁর চেষ্টা সফল না হওয়ায় নিরাপত্তার জালে আটকে যান তিনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। মামলার গুরুত্ব বিবেচনায় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
তদন্ত শুরু পুলিশের
এটি আত্মহত্যার চেষ্টা নাকি অন্য কোনও কারণে ঘটেছে তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ। যতদূর জানা যাচ্ছে, ধনকড় সমাজের সংরক্ষণের বিরোধিতায় সচিবালয়ের তিনতলা থেকে ঝাঁপ দিলেন মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার তথা এনসিপি বিধায়ক নরহরি জিরওয়াল। শুধু তাই নয়, তাঁর পাশাপাশি ঝাঁপ দিলেন বিজেপি বিধায়ক হেমন্ত সাভ্রা ও সাংসদ কিরান লাহামাতে-সহ বেশ কয়েকজন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |