Indiahood-nabobarsho

স্টেশনে রিল বানালে পুরস্কার, মিলবে ১.৫ লাখ টাকা, বিরাট উদ্যোগ রেলের

Published on:

ncrtc launches namo bharat short film making competition with huge cash prize

পার্থ সারথি মান্নাঃ আজকাল আট থেকে আশি সকলেই সোশ্যাল মিডিয়াতে বুঁদ হয়ে থাকেন। ভাইরাল সমস্ত রিল দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় সেটাই বোঝা দায়। অবশ্য শুধু দেখা নয়, জনপ্রিয়তা পেতে ছোট থেকে বড় সকলেই রিল বানাতেও শুরু করেছেন। নিজেদের প্রতিদিনের কাজকর্ম থেকে শুরু করে নাচ-গান বা কমেডি ভিডিও দিতে থাকেন। তবে এবার রিল ক্রিয়েটারদের জন্য সুখবর দিল ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন। NCRTC এর তরফ থেকে আয়োজন করা হয়েছে স্পেশাল প্রতিযোগিতার যেখানে রিল বানিয়েই জিতে নেওয়া যেতে পারে পুরস্কার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রিল বানিয়ে মিলবে ১.৫ লক্ষ টাকার পুরস্কার

যেমনটা জানা যাচ্ছে, NCRTC এর তরফ থেকে আয়োজন করা হয়েছে ‘নমো ভারত শর্ট ফিল্ম মেকিং কম্পিটিশন’। যেখানে রিল বা বলা ভালো শর্ট ফিল্মের ভিডিও বানিয়ে শেয়ার করতে হবে। এরপর পাঠানোর রিলের মধ্যে থেকে বেছে নেওয়া হবে ৩ জন বিজেতাকে। প্রথম পুরস্কার থাকবে ১.৫ লক্ষ টাকা। দ্বিতীয় পুরস্কার হবে ১ লক্ষ টাকা ও তৃতীয় পুরস্কার হবে ৫০ হাজার টাকা। কিভাবে ও কারা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Namo Bharat Short Film Making প্রতিযোগিতার নিয়ম

এই প্রতিযোগিতার জন্য আপনাকে ভারতের অত্যাধুনিক টেকনোলজির নমো ভারত ট্রেন ও রিজিওনাল র‌্যাপিড ট্রানজিট সিস্টেমের একটি স্টেশনে থাকতে হবে। নিজের ক্রিয়েটিভ মাইন্ডকে কাজে লাগিয়ে পরিবহণ ব্যবস্থাকে রিলের মাধ্যমে তুলে ধরতে হবে, তাহলেই কাজ শেষ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কিভাবে সাবমিট করবেন ভিডিও

ছোট থেকে বড় ক্রিয়েটার বা সাধারণ মানুষ যে কেউ ভিডিও বানিয়ে সাবমিট করতে পারেন। এর জন্য MP4 বাMOV ফরম্যাটে ভিডিও রেকর্ড করতে হবে। যার রেজোলিউশন হতে হবে 1080p তারপর সেটা [email protected] এ ইমেল করে দিতে হবে। ইমেলের সাবজেক্ট হিসাবে লিখতে হবে “Application for NAMO Bharat Short Film Making Competition”। এরপর কমবেশি ১০০ শব্দের মধ্যে নিজের ভিডিওর বিষয়বস্তু জানাতে হবে। আসন্ন ২০ ডিসেম্বরের মধ্যে ভিডিও পাঠিয়ে দিতে হবে। এরপর পাঠানো ভিডিওর মধ্যে থেকে ৩ জন বিজয়ীকে বেছে নেওয়া হবে। আর সেরা ৩ ভিডিও NCRTC এর ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে চালানো হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group